তৎকাল টিকিট বুকিংয়ের সময় নিয়ে বিজ্ঞপ্তি জারি IRCTC-র

Published:

Updated:

Tatkal Ticket
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একের পরে এক গুজব রটছে। কেউ বলছে তৎকাল টিকিটের (Tatkal Ticket) সময় বদলে গিয়েছে, আবার কেউ বলছে এজেন্টদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। তবে সব গুজবের অবসান ঘটিয়ে জবাব দিয়েছে IRCTC। কিন্তু কী জানালো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)?

ঠিক কী বলেছে রেল কর্তৃপক্ষ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে দাবি করা হয়েছে, ১৫ই এপ্রিল থেকে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং এর সময় বদলানো হচ্ছে। বিশেষ করে এসি এবং নন এসি ট্রেনের টাইমিং নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে। আর এই অবস্থায় IRCTC এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ততকাল কিংবা প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং টাইমে কোনরকম পরিবর্তন আনা হচ্ছে না। এজেন্টদের জন্য নির্ধারিত টাইম আগের মতই থাকছে।

তৎকাল টিকিট কী এবং এটি কারা ব্যবহার করেন?

তৎকাল টিকিট হল রেলের জরুরী বুকিং অপশন। এই টিকিট তাদেরকেই দেওয়া হয়, যাদের জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার পড়ে। অর্থাৎ, যাত্রার একদিন আগে স্বল্প সংখ্যক আসনের জন্যই পাওয়া যায় তৎকাল টিকিট।

IRCTC অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র তৎকাল টিকিট বুক করা যায়। সাধারণভাবে যাদের শেষ মুহূর্তে ট্রেন ধরার দরকার পড়ে যায়, তারাই তৎকাল টিকিটের উপর নির্ভর করে।

বর্তমানে তৎকাল টিকিট বুকিং এর সময় কী থাকছে তাহলে?

সাধারণত তৎকাল টিকিট যাত্রার একদিন আগে বুক করা যায়। তবে যাত্রার দিনটি গণনার বাইরে থাকে। এসি ক্লাসের জন্য বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে। তবে নন এসি ক্লাসের জন্য বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। তবে জানিয়ে রাখি, প্রথম শ্রেণীর কোচের জন্য তৎকাল বুকিং প্রযোজ্য হয় না।

তৎকাল টিকিটে অতিরিক্ত কত খরচ পড়ে?

তৎকাল টিকিটের ভাড়া মূলত কোচের উপর নির্ভর করে। দ্বিতীয় শ্রেণীর কোচের জন্য মূল ভাড়ার সঙ্গে ১০% টাকা অতিরিক্ত দিতে হয়। তবে অন্যান্য ক্লাসের জন্য মূল ভাড়ার সঙ্গে ৩০% অতিরিক্ত দেওয়া লাগে। তবে হ্যাঁ, একটি ন্যূনতম এবং সর্বোচ্চ চার্জ সীমা নির্ধারণ করা থাকে।

তৎকাল টিকিট বাতিল করলে কী হবে?

জানিয়ে রাখি, কনফার্ম তৎকাল টিকিট যদি বাতিল করেন, তাহলে কোনরকম রিফান্ড মেলেনা। তবে যদি তৎকাল টিকিট ওয়েটিং লিস্টে থাকে বা কনটিনজেন্ট (Contingent Cancellation) হয়ে যায়, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী নির্ধারিত কিছু চার্জ কেটে টাকা রিফান্ড করে দেওয়া হয়। 

আরও পড়ুনঃ এবার লোকাল ট্রেন, মেট্রোতেও কবচ সিস্টেম! যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ রেলের

সোশ্যাল মিডিয়ার গুজব থেকে দূরে রাখুন..

IRCTC স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে টিকিট বুকিং এর কোন টাইম পরিবর্তন করা হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে কোনরকম কান না দেওয়াই বুদ্ধিমানার কাজ হবে। ফলে আপনি যদি তৎকাল টিকিট বুক করতে চান, তাহলে আগের সময় মেনেই বুকিং করতে পারবেন। অতিরিক্ত কোন চাপ নেওয়ার প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join