১ মিনিটেই তৎকাল টিকিট! অনলাইনে বিক্রি হচ্ছে আধার ভেরিফায়েড IRCTC আইডি

Published on:

tatkal ticket

সহেলি মিত্র, কলকাতাঃ তৎকাল টিকিটের ক্ষেত্রে ১ জুলাই থেকে নয়া নিয়ম লাগু করেছে রেলওয়ে। মূলত অসাধু এজেন্টরা যাতে আর সহজে তৎকাল টিকিট বুক করতে না পারে সেজন্য একগুচ্ছ নিয়ম লাগু করা হয়েছে। তারপরেও সামনে উঠে এল এমন এক তথ্য যা আপনাকে চমকে দেবে। অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় রেলওয়ের তৎকাল টিকিট সাধারণত বট বা এজেন্টরা কিনে নেয়। যার ফলে যাত্রীদের সমস্যা হয়। এমনিতে তৎকাল টিকিট যাত্রার একদিন আগে বুক করা হয়। ইন্ডিয়া টুডে-র OSINT টিম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সক্রিয় ৪০টিরও বেশি গ্রুপের একটি নেটওয়ার্ক সনাক্ত করেছে, যা ই-টিকিটিংয়ের বৃহৎ অনলাইন কালোবাজারের একটি ছোট অংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তৎকাল টিকিট নিয়ে চলছে দেদার কালোবাজারি

এই গ্রুপগুলিতে হাজার হাজার এজেন্ট সক্রিয় এবং সরকারি নিয়ন্ত্রণ সত্ত্বেও তাদের ব্যবসা খুব ভালোভাবেই চলছে। রেল মন্ত্রক ১ জুলাই থেকে তৎকাল টিকিট সম্পর্কিত একটি নতুন নিয়ম কার্যকর করেছে, যার অনুযায়ী রেলওয়ের তৎকাল টিকিট শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট এবং এর আবেদনের মাধ্যমেই বুক করা যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এর জন্য ব্যবহারকারীর জন্য আধার কার্ড তার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রকের ঘোষণার পরপরই, ই-টিকিট র‍্যাকেটগুলি সোশ্যাল মিডিয়ায় জালিয়াতি শুরু করেছে। তারা আধার যাচাইকৃত আইডি এবং ওটিপি নাকি বিক্রি করছে। এমনই দাবি করা হচ্ছে। ই-টিকিটিংয়ের চক্রের সঙ্গে কেবল এজেন্টরাই জড়িত নন, বরং প্রযুক্তি-সচেতন ব্যক্তি এবং ভুয়ো পরিষেবা প্রদানকারীরাও জড়িত, যারা আইআরসিটিসি সিস্টেমের কথিত ত্রুটিগুলি কাজে লাগাতে এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করার দাবি করে। অ্যাডমিনরা তাদের পরিচয় গোপন করার জন্য আন্তর্জাতিক ফোন নম্বর ব্যবহার করে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

এক রিপোর্ট অনুযায়ী, আধার-যাচাইকৃত আইআরসিটিসি ব্যবহারকারী আইডিগুলি প্রকাশ্যে মাত্র ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ওটিপি তৈরি করতে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে তবে প্রক্রিয়াটি ম্যানুয়াল নয়। এজেন্টরা বুকিং দ্রুত করতে এবং প্রকৃত ব্যবহারকারীদের জন্য সিস্টেমকে ওভারলোড করার জন্য বট বা স্বয়ংক্রিয় ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করার দাবি করে।

আরও পড়ুনঃ ‘সময় নষ্ট করতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পিটিশন’, DA মামলায় গুরুতর অভিযোগ

অবৈধ নেটওয়ার্কের পেছনে থাকা র‍্যাকেট অপারেটর বা টেকনিক্যাল মাস্টারমাইন্ডরা এজেন্টদের কাছে বট বিক্রি করার দাবি করে। এজেন্টদের তাদের ব্রাউজারে এই বটগুলি ইনস্টল করতে এবং দ্রুত বুকিং সম্পূর্ণ করার জন্য অটোফিল ফিচারটি ব্যবহার করতে বলা হয়, যার ফলে ধীর-লোডিং পেজ এবং আনসাকসেসফুল ট্রান্সেকশনের সঙ্গে লড়াই করা প্রকৃত ব্যবহারকারীদের তুলনায় সুবিধা অর্জন করা হয়। এই বটগুলি আইআরসিটিসি লগইন শংসাপত্র, ট্রেনের বিবরণ, যাত্রীর বিবরণ এবং পেমেন্ট ডেটা স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং এক মিনিটেরও কম সময়ের মধ্যে একটি নিশ্চিত টিকিট ‘গ্যারান্টি’ দেওয়া হয়। অর্থাৎ মাত্র সেকেন্ডের মধ্যে তৎকাল টিকিট ইস্যু করা হয়। সবথেকে ভয়ঙ্কর বিষয় হল, এই সকল কাজের মাধ্যমে যাত্রীদের অনেক গোপন তথ্য খোলা বাজারে ছেয়ে যায়। অর্থাৎ নিরাপত্তায় বিরাট একটা গাফিলতি। ফলে আগামী দিনে তাড়াহুড়ো করে ট্রেনের টিকিট কাটার আগে সাবধান হয়ে যান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group