ভারতের বাজার দখল করতে তৈরি, ২৫ হাজার বর্গফুটের গুদাম নিল টেসলা! ভাড়া এত কোটি

Published on:

Tesla leases a 25,000 sq ft warehouse in Mumbai

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে এখনই গাড়ি তৈরির কোনও পরিকল্পনা নেই, তবে শোরুম তৈরি করে ইলেকট্রিক গাড়ি বিক্রির জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল ধনকুবের ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা (Tesla)। জানা যাচ্ছে, ভারতে ব্যাটারিচালিত গাড়ি বিক্রির লক্ষ্যে এবার মুম্বইয়ে একটি বিশাল গুদাম ভাড়া নিয়েছে মাস্কের ওই সংস্থা।

সূত্রের যা খবর, মুম্বইয়ের কুর্লা-পশ্চিম এলাকার লোরা লজিস্টিক পার্কের ওই গুদাম ঘর 5 বছরের জন্য ভাড়া নিয়েছে টেসলা ইন্ডিয়া মোটর অ্যান্ড এনার্জি। সূত্র বলছে, চুক্তি অনুযায়ী ওই গুদামের জন্য ভাড়া বাবদ 25 কোটি টাকা খরচ করবে টেসলা।

টেসলার নজরে ভারতীয় বাজার

বিগত কয়েক বছরে বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য ভারতীয় বাজারকে একেবারে নিশানা করে বসেছিল মাস্ক সংস্থা টেসলা। সেই লক্ষ্যেই আমেরিকার এই বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি ইতিমধ্যেই দেশের চারটি কার্যালয় খুলে ফেলেছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানের টেসলা ইন্ডিয়ার অধীনে সেইসব কার্যালয় রয়েছে পুণে, বেঙ্গালুরু ও মুম্বইয়ের বান্দ্রা-কুরেলা কমপ্লেক্সে।

জানিয়ে রাখা ভাল, টেসলার যে কার্যালয় পুণেতে রয়েছে তা আসলে ইলন মাস্কের কোম্পানির ভারতীয় শাখা অর্থাৎ টেসলা ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতায় আসতে চলেছে বলেই খবর। অন্যদিকে বেঙ্গালুরুতে অবস্থিত অফিসটিতে আগামী দিনে রেজিস্ট্রেশনের কাজ চলবে। এবং সবশেষে মুম্বইয়ের বান্দ্রা কুরেলা কমপ্লেক্সের ওই কার্যালয়টিকে এক বছরের জন্য লিজ নিয়েছিল টেসলা। তবে মেট্রোটেক ডেভলপার্স নির্মিত মুম্বইয়ের কুর্লা-পশ্চিম এলাকার লোরা লজিস্টিক পার্কের গুদাম ঘরটি মাস্ক সংস্থার কার্যালয় তালিকায় নতুনভাবে সংযোজিত হল।

অবশ্যই পড়ুন: সিরিজ শুরুর আগেই বিরাট ক্ষতি ইংল্যান্ডের! সুবিধা পাবে ভারত

টেসলার লিজ নেওয়া গুদামটির বৈশিষ্ট্য ও মাসিক ভাড়া

মুম্বইয়ের কুর্লা-পশ্চিম লোরা লজিস্টিক পার্কের যে গুদামঘরটি টেসলা ভাড়া নিয়েছে, তার আয়তন কমপক্ষে 24 হাজার 500 বর্গফুট। জানা যায়, চলতি বছরের মে মাস নাগান এই গুদাম আসন্ন 5 বছরের জন্য ভাড়া বাবদ অধিকার করতে নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে মাস্ক সংস্থার। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, টেসলা এই গুদামের বিনিময়ে আগামী 5 বছর নির্মাণকারী সংস্থাটিকে প্রতি মাসে 37.53 লক্ষ টাকা করে ভাড়া দেবে। বলা বাহুল্য, গত 20 এপ্রিল এই গুদাম ব্যবহারের প্রথম অনুমতি পেয়েছে টেসলা। জানা গিয়েছে, প্রথম এক মাস 10 দিন এই ঘরের জন্য টেসলাকে কোনও ভাড়া দিতে হয়নি। তবে 1 জুন থেকে মাস্কের ওপর মাসিক ভাড়া ধার্য হচ্ছে।

সঙ্গে থাকুন ➥