বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা 5 সপ্তাহ কেরালার আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেল ব্রিটিশ রয়্যাল নেভির F-35B বিমানটি। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ছাড়পত্র পাওয়ার পরই আজ, মঙ্গলবার সকালে রওনা হয় ব্রিটিশ নৌবাহিনীর এই যুদ্ধবিমান।
কেন এতদিন তিরুবনন্তপুরম বিমানবন্দরে আটকে ছিল বিমানটি?
জানা যায়, গত 14 জুন যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে আচমকা হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কেরালার ত্রিভান্দ্রমে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। সেই থেকে হাইড্রোলিক সিস্টেমে ত্রুটিজনিত কারণে দীর্ঘ 5 সপ্তাহ ধরে কেরালার ওই বিমানবন্দরে আটকে ছিল বিমানটি।
রিপোর্ট অনুযায়ী, মূলত কম জ্বালানি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় চালক নিজের প্রাণের ঝুঁকি নিয়েই দক্ষিণের ওই বিমানবন্দরে যুদ্ধবিমানটিকে ল্যান্ড করিয়েছিলেন।
প্রসঙ্গত, রিপোর্ট বলছে, ব্রিটিশ নৌবাহিনীর ওই যুদ্ধবিমানটির হাইড্রোলিক ত্রুটিগুলি মেরামত করার জন্য যুক্তরাজ্যের রয়্যাল নেভির 24 জনের একটি দল কেরালায় আসে। যাদের মধ্যে 14 জন কারিগরি বিশেষজ্ঞ ও 10 জন ক্রু সদস্য ছিলেন। শেষমেষ, কেরালার ওই বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় যুদ্ধ বিমানটিকে মেরামত করে ছাড়পত্র হাতে নিয়ে তবেই দেশে ফিরেছেন ব্রিটিশ নৌ বাহিনীর সদস্যরা।
UPDATE: Following completion of repairs and safety checks, the UK F-35B aircraft today departed from Thiruvananthapuram International Airport, resuming active service.
Video: @UKDefenceIndia pic.twitter.com/ah749anjPt
— Vayu Aerospace Review (@ReviewVayu) July 22, 2025
অবশ্যই পড়ুন: অনুভূতি হবে দ্বিগুণ! উলুবেড়িয়ার বুকে খুলতে চলেছে লাক্সারি ডোম সিনেমা হল
উল্লেখ্য, পঞ্চম প্রজন্মের এই স্টিলথ ফাইটার বা যুদ্ধ বিমানটি এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। অনেকেই হয়তো জানেন না, ওই বিমানটি ভারতে থাকাকালীন দীর্ঘ 5 সপ্তাহের জন্য মোটা অঙ্কের ভাড়া বহন করতে হয়েছে ব্রিটিশ নৌবাহিনীকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, F-35B বিমানটি কেরালার বিমানবন্দরে থাকার কারণে পার্কিং ফি বাবদ প্রতিদিন 26 হাজার টাকা করে খরচ হয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির। সেই সূত্র ধরেই, 35 দিনের হিসেবে ওই বিমানটির পার্কিং ফি বাবদ ব্রিটিশ সরকারের খরচ পড়েছে 9 লক্ষ টাকারও বেশি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |