এপ্রিলের তুলনায় মে মাসে ৫.৬%! ভারতে অনেকটাই বাড়ল বেকারত্বের হার

Published:

Unemployment Rate
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শ্রমবাজার এবার বিরাট ধাক্কা খেল! পরিসংখ্যান বলছে, 2025 সালের মে মাসে বেকারত্বের হার (Unemployment Rate) 5.6 শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গত এপ্রিলে ছিল 5.1 শতাংশ। অর্থাৎ, এক মাসেই প্রায় 0.5% বেকারত্ব বেড়েছে! আর এর নেপথ্যে যেমন ঋতু বৈচিত্রের প্রভাব রয়েছে, তেমনই রয়েছে কৃষি কাজের মরসুমের তারতম্য। 

মহিলাদের মধ্যে বেকারত্ব সবথেকে বেশি

সবথেকে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মহিলারা! কারণ তাদের মধ্যে বেকারত্বের হার মে মাসে দাঁড়িয়েছে 5.8 শতাংশে, যা পুরুষদের 5.6 শতাংশের থেকে অনেকটাই বেশি। বিশেষ করে 15 থেকে 29 বছর বয়সী মেয়েদের মধ্যে বেকারত্ব চরমে পৌঁছেছে। হ্যাঁ, তাদের মধ্যে বর্তমানে বেকারত্বের হার 16.3%, যেখানে গত মাসে ছিল 14.4%। আর পুরুষদের ক্ষেত্রে একই বয়সে এই হার মাত্র 14.5%, যেখানে এপ্রিল মাসে ছিল 13.6%।

শহর থেকে গ্রাম, কারা বেশি সমস্যায়?

রিপোর্ট বলছে, শহরাঞ্চলে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 17.9%, যেখানে এপ্রিল মাসে ছিল 17.2%। ওদিকে গ্রামাঞ্চলেও বেকারত্ব 12.3% থেকে বেড়ে 13.7%-এ দাঁড়িয়েছে। মূলত গ্রামে  কৃষিকাজে ভাটা পড়ার কারণে বহু মানুষ তাদের কাজ হারিয়েছে বা কাজের বাইরে চলে যাচ্ছে। ওদিকে শহরে ব্যবসা বা দৈনিক মজুরিভিত্তিক কাজেও কিছুটা ভাটা পড়েছে। 

কাজ খোঁজার প্রবণতা কমছে

সবথেকে বড় ব্যাপার, শ্রমশক্তিতে অংশগ্রহণের হারেও পতন লক্ষ্য করা গিয়েছে। কারণ, সারাদেশে মে মাসে এই হার 54.8%-এ নেমে এসেছে, যেখানে এপ্রিল মাসে ছিল 55.6%। এমনকি গ্রামাঞ্চলে এই হার দাঁড়িয়েছে 56.9% এবং শহরাঞ্চলে দাঁড়িয়েছে 50.4%।

বলে রাখি, মহিলাদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার আরও কমেছে। কারণ রিপোর্ট বলছে, গ্রামাঞ্চলে 38.2% থেকে নেমে 36.9% ঠেকেছে এবং শহরাঞ্চলে 25.7% থেকে নেমে 25.3%-এ ঠেকেছে।

আরও পড়ুনঃ ‘ভারত কখনও মধ্যস্থতা মানেনি, আর মানবেও না!’ ট্রাম্পকে কড়া বার্তা মোদীর

কর্মরত জনগণের হারেও পতন

জানিয়ে রাখি, কর্মরত জনগণের হার গ্রামে 55.4% থেকে 54.1%-এ নেমে এসেছে। পাশাপাশি শহরাঞ্চলে 47.4% থেকে নেমে 46.9% ঠেকেছে। এমনকি সামগ্রিকভাবে গোটা দেশে এপ্রিল মাসের 52.8% থেকে এই হার নেমে মে মাসে 51.7%-এ পৌঁছেছে।

রিপোর্ট বলছে, মে মাসে সমগ্র দেশের 7511টি এলাকার সমীক্ষা করা হয়েছে। যার মধ্যে 89,372টি পরিবারের সমীক্ষা চালানো হয়েছে। আর মোট 3,79,600 জন মানুষকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছে বলে খবর। সবথেকে বড় ব্যাপার, এখন থেকে এই রিপোর্ট প্রতি মাসেই প্রকাশিত হবে, যাতে রিয়েল টাইমে দেশের শ্রমবাজারের হাল হকিকত বোঝা যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join