বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন রাজ্যে কোটি কোটি টাকা প্রতারণা! ধরা পড়েও মুখে হাসি কাজলের

Published:

Gurugram
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: অবিবাহিত পুরুষদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিবারের সাথে মিলে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিল তরুণী। তাকেই এবার গুরুগ্রাম (Gurugram) থেকে হাতেনাতে গ্রেফতার করলে পুলিশ। এমনকি তাদের রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলোতেও এরকম অপরাধমূলক কার্যকলাপ ছড়িয়ে রয়েছে বলে বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ খবর।

অবিবাহিতদের বিয়ের প্রতিশ্রুতি দিয়েই হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা

নবভারত টিভির একটি রিপোর্ট দাবি করছে, ওই অভিযুক্ত তরুণীর নাম কাজল। দীর্ঘদিন ধরেই এরকম অপরাধমূলক কার্যকলাপ করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল সে। এমনকি ঘনঘন জায়গাও পরিবর্তন করত। কাজল উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। তার বাবা ভগৎ সিং, মা সরোজ দেবী, বোন তামান্না এবং ভাই সুরজ। সূত্রের খবর, পুলিশ তাদেরকে আগেই গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই অবিবাহিতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল গোটা পরিবার। এমনকি কাজল এবং তার বোন তামান্নার কাজ ছিল শুধুমাত্র মানুষের আস্থা অর্জন করা আর তাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফ্যাসাদে ফেলা।

গত বছরের 26 নভেম্বর তারাচাঁদ জাট নামের এক ব্যক্তি সিকার থানায় অভিযোগ দায়ের করেছিল যে তিনি জয়পুরে ভগৎ সিং-এর সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেখানেই ভগৎ সিং তার মেয়ে কাজল এবং তামান্নাকে তারাচাঁদের ছেলে ভানওয়ার লাল এবং শঙ্কর লালের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সবথেকে বড় ব্যাপার, ওই প্রতিশ্রুতির বিনিময়ে ভগৎ সিং তার কাছ থেকে 11 লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন।

আরও পড়ুনঃ খাবার নেওয়া বাধ্যতামূলক!, ‘নো ফুড’ অপশন সরাল IRCTC? যা জানাল ভারতীয় রেল

অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত

রিপোর্ট অনুযায়ী খবর, তার বাবা-মা, বোন এবং ভাইকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জায়গা পরিবর্তন করছিল কাজল। অবশেষে রাজস্থানের সিকার পুলিশ দিল্লি সংলগ্ন গুরুগ্রাম থেকেই কাজলকে গ্রেফতার করেছে। সবথেকে বড় ব্যাপার, স্থানীয় পুলিশের সহায়তায় পুলিশ তাকে তার ভাড়া বাড়ি থেকেই গ্রেফতার করে। আর গ্রেফতারের পরও কাজলের মুখে ছিল হাসি। বর্তমানে পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে এবং অভিযোগের ভিত্তিতেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join