সৌভিক মুখার্জী, কলকাতা: মাওবাদীদের বিরুদ্ধে ফের বিরাট সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের জঙ্গলে কয়েক ঘণ্টার অভিযানে নিকেশ (Maoist Encounter) হয়েছে দুই কুখ্যাত মাওবাদী শীর্ষ নেতা কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। জানা যাচ্ছে, দু’জনের মাথার দাম ছিল 40 লক্ষ টাকা করে অর্থাৎ 80 লক্ষ টাকা।
কীভাবে হল এই অভিযান?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 22 সেপ্টেম্বর গোয়েন্দাদের কাছে খবর আসে যে অবুঝমাঢ় জঙ্গলে এক দল মাওবাদী লুকিয়ে রয়েছে। আর সেই খবরের ভিত্তিতেই যৌথভাবে অভিযান চালায় ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। ভোরবেলা থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। এমনকি গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
এদিকে আটকে পড়ে মরিয়া হয়ে ওঠে মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধুন্ধুমার গুলি চালাতে থাকে তারা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে মাওবাদীর কেন্দ্রীয় কমিটির দুই প্রবীণ নেতা রাজু দাদা এবং কোসা দাদা ঘটনাস্থলে খতম হয়। তাদের কাছ থেকে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল, একটি BGL লঞ্চার এবং বিপুল পরিমাণে বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
VIDEO | On Naxal encounter in Chhattisgarh, Bastar IG Sundarraj P says, “Two top Maoist leaders carrying a bounty of Rs 40 lakh each in Chhattisgarh were killed in an encounter.”
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/Oa8oKxAx01
— Press Trust of India (@PTI_News) September 22, 2025
উল্লেখ্য, রাজু এবং কোসা দুজনেই তেলেঙ্গানার বাসিন্দা। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষে বেড়াচ্ছিল তারা। একাধিক বড় মাওবাদী হামলায় এদের হাত রয়েছে। ফলে তাদের মৃত্যু মাওবাদী সংগঠনের উপর যে বিরাট ধাক্কা ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
অমিত শাহর বার্তা
নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ আমাদের নিরাপত্তা বাহিনী ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। মাথাপিছু 40 লক্ষ টাকার পুরস্কার ঘোষিত দুই মাওবাদী কমিটির নেতা রাজু দাদা আর কোসা দাদাকে খতম করেছে আমাদের নিরাপত্তা বাহিনী। লাল সন্ত্রাসের মেরুদন্ড গুঁড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে, 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়া হবে। আর সেই সূত্র ধরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ছত্তিশগড়ে অভিযান আরও জোরদার করা হয়েছে। শুধুমাত্র 2024 সালেই বস্তার অঞ্চলে 287 জন মাওবাদী মারা যান আর গ্রেফতার হয়েছিলেন হাজারেরও বেশি। পাশাপাশি আত্মসমর্পণ করেন 837 জন। এদিকে 2025 সালের প্রথম 9 মাসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে 210 জন মাওবাদীর। আর এই তালিকায় 13 জন শীর্ষ নেতাও ছিলেন, যাদের মাথার নাম ছিল 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত।