বিশ্বের তৃতীয় শক্তিশালী ভারতীয় বিমানবাহিনী, চিনকে পিছনে ফেলল Indian Air Force

Published:

Indian Air Force
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মুকুটে নয়া পালক। এবার চিনতে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী বিমানবাহিনী দেশের খেতাব বর্জন করল ভারত (Indian Air Force)। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আধিপত্য বজায় রাখলেও রাশিয়ার পর ভারতের উত্থান এশিয়ার কৌশলগত ভারসাম্যে যে ইতিবাচক ইঙ্গিত তা বলাবাহুল্য।

চিনকে টেক্কা দিয়ে তৃতীয় স্থানে ভারত

উল্লেখ্য, এতদিন যাবৎ বিমানবাহিনীর ক্ষেত্রে শক্তিশালী দেশ হিসাবে চিন তৃতীয় স্থানে ছিল। তবে এবার তাদের চতুর্থ স্থানে ফেলে দিয়েছে ভারত। সর্বশেষ ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্ট (WDMMA) র‍্যাঙ্কিংয়ে মোট 103টি দেশ এবং 139টি বিমান পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এর মধ্যে মূলত সেনাবাহিনী, নৌবাহিনী, সামুদ্রিক বিমান চলাচল শাখা রয়েছে। পাশাপাশি মোট বিশ্বব্যাপী 48,082টি বিমান ট্র্যাক করা হয়েছে।

র‍্যাঙ্কিং কী বলছে?

গ্লোবাল এয়ার পাওয়ার র‍্যাঙ্কিং 2025 এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আমেরিকান বিমানবাহিনী 242 টিভিআর নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকান নেভি, যাদের টিভিআর 142.4। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ান বিমানবাহিনী, যাদের টিভিআর 114.2। চতুর্থ স্থানে রয়েছে আমেরিকার সেনাবাহিনী, যাদের টিভিআর 112.65। পঞ্চম স্থানে রয়েছে আমেরিকান মেরিন, যাদের টিভিআর 85.3। আর চিনকে টেক্কা দিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে ভারতীয় বিমানবাহিনী, যাদের টিভিআর 69.4। এরপরেই রয়েছে চিনের বিমানবাহিনী, যাদের টিভিআর 63.8। এছাড়া এর পরপরই অবস্থান করছে জাপান, ইজরায়েল এবং ফ্রান্সের বিমানবাহিনী।

বলাবাহুল্য, ভারতীয় বিমানবাহিনীর এই রেটিং শুধুমাত্র বিমানের পরিমাণের উপর নয়, বরং আক্রমণ প্রতিরোধ ক্ষমতা, লজিস্টিক সহায়তা, অপারেশনাল প্রশিক্ষণের মতো বিষয়গুলির উপর ভিত্তি করেই করা। 1716 ইউনিটের বহরে ভারতের বিমানবাহিনী বিশ্বজুরে আধিপত্য বিস্তার করে রেখেছে। এমনকি এর মধ্যে 31.6 শতাংশ রয়েছে যুদ্ধবিমান, 29 শতাংশ হেলিকপ্টার এবং 21.8 শতাংশ প্রশিক্ষক।

আরও পড়ুনঃ আসামের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা, গুরুতর আহত তিন জওয়ান

যদিও চিনের কাছে ভারতের তুলনায় যুদ্ধবিমানের সংখ্যা বেশি, তবে ভারতের বিমানবাহিনী এখন আরও আধুনিক আর মিশন পরিচালনার জন্য ভালোভাবে প্রস্তুত। সেজন্যই তারা চিনকে টেক্কা দিয়ে দেশ হিসেবে তৃতীয় তৃতীয় স্থানে এবং র‍্যাঙ্কিং হিসেবে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে। এদিকে ভারতীয় বিমান বাহিনীর দাপট অপারেশন সিঁদুরের সময় হাতেনাতে টের পেয়েছিল গোটা বিশ্ব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join