বাদ যাচ্ছে অনেকের রেশন কার্ড, আপনারটা ঠিক আছে তো? চেক করুন সহজেই

Published on:

ration card

প্রীতি পোদ্দার, দিল্লি: রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হল রেশন ব্যবস্থা, যা বিশেষত গরীব অথবা দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে চাল, গম, চিনি সহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়ে থাকে। তবে, সম্প্রতি দেখা যাচ্ছে এই রেশন প্রকল্পের সুবিধা থেকে কয়েকজন গ্রাহক বঞ্চিত হচ্ছেন।

আসলে গ্রাহকদের রেশন কার্ড (Ration Card) পাওয়ার জন্য বেশ কিছু বিশেষ যোগ্যতা থাকতে হবে। সঙ্গে পালন করতে হবে বেশ কিছু নিয়ম। যার মধ্যে অন্যতম হল ই-কেওয়াইসি। যে সমস্ত ব্যক্তির রেশন কার্ড আছে তাদের ই-কেওয়াইসি করতেই হবে। এর আগেও দু’বার এই ডেডলাইন বাড়িয়েছিল কেন্দ্র সরকার। এবারেও সেই সময়সীমা বাড়ানো হয়েছে।

ই-কেওয়াইসি-র ডেডলাইন নির্দিষ্ট করা হল

জানা গিয়েছে, এই বছর ৩১ ডিসেম্বরের মধ্যেই করে নিতে হবে ই-কেওয়াইসি। ফলে যে সমস্ত ব্যক্তিদের ই-কেওয়াইসি করানো নেই, তাদের রেশন প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু কীভাবে যাচাই করবেন যে আপনার রেশন কার্ডে এই কাজ করানো আছে কিনা। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কীভাবে যাচাই করবেন আপনার নাম?

রেশন প্রকল্পে আপনার এবং আপনার পরিবারের নাম আছে কিনা তা জানার জন্য রেশন দোকানে না সাইবার ক্যাফেতে না গিয়ে ঘরে বসেই দেখে নিতে পারবেন। আর জন্য আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট তথ্য দিয়ে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করা যাবে। এখান থেকেই জানা যাবে আপনার নাম রেশন প্রকল্পে আছে কিনা। আসলে সমীক্ষায় দেখা গিয়েছে অনেকে ভুয়ো নথি ও তথ্য দিয়ে রেশন কার্ড করিয়ে প্রকল্পের সুবিধে নিচ্ছেন। তাই এই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥