বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেল পথ ধরে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয় ভারতীয় রেলওয়ের (Indian Railways) 12 হাজারেরও বেশি ট্রেন। বন্দে ভারত, শতাব্দি, দুরন্ত থেকে শুরু করে রাজধানীর মতো সুপারফাস্ট প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি একাধিক এক্সপ্রেস, মেইল, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন প্রতিদিন নিজের গন্তব্যে ছুঁটে চলছে। তবে অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেলের এমন একটি ট্রেন রয়েছে যেই এক্সপ্রেস ট্রেনটি একসঙ্গে 9 রাজ্যে যাত্রা করার পাশাপাশি একই সময়ে 3টি স্টেশনের ওপর দিয়ে যায়। কীভাবে সম্ভব? জেনে নিন সবটা।
একই সময়ে 3টি আলাদা আলাদা স্টেশন অতিক্রম
বর্তমানে ভারতীয় রেলের একটি জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন রয়েছে যে কিনা 9 রাজ্যের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি 4 দিন 3 রাতের যাত্রায় একই সময়ে 3টি স্টেশন অতিক্রম করে। হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিমের সব অংশেই সফর করে এই ট্রেন। একটাই নম্বর, একই রুটে তিনটি আলাদা আলাদা স্টেশন অতিক্রম করা কীভাবে সম্ভব? সেই সূত্রে বলে রাখি, ভারতীয় রেলের 15909/15910 অবধ অসম এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে একসাথে 3টি স্টেশনের ওপর দিয়ে যায়।
বিষয়টা খোলসা করে বলতে গেলে, মূলত নিজের গন্তব্যে পৌঁছতে 4 দিন 3 রাত সময় নেই ভারতীয় রেলের এই এক্সপ্রেস ট্রেনটি। জানা যাচ্ছে, এই ট্রেনে যাতায়াত করতে হলে আলাদা আলাদা সময়ে স্টেশনে পৌঁছতে হয়। মূলত একই নামে ও একই নম্বরে 3টি আপ ট্রেন-ডাউন ট্রেন চালায় ভারতীয় রেল। প্রতিদিন অবধ অসম এক্সপ্রেস নামেই যাতায়াত করে এই ট্রেন।
ট্রেনটির যাত্রাপথ
ভারতীয় রেলের অবধ অসম এক্সপ্রেস নামক প্রথম ট্রেনটি নিজের উৎস থেকে মন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর ওই একই দিনে কয়েক মিনিটের ব্যবধানে আরও একটি ট্রেন একই নম্বর ও নামে উৎস স্টেশন থেকে যাত্রা শুরু করে। এছাড়াও তৃতীয় ট্রেনটি নির্দিষ্ট সময় নিজের উৎস স্থল থেকে যাত্রা শুরু করে গন্তব্যে পৌঁছয়। জানিয়ে রাখি, একই নামে ও নম্বরে একই রুটে দিয়েই যাত্রা করে এই ট্রেন। মূলত প্রথম দিন যাত্রা শুরু করে চতুর্থ দিন লক্ষ্যে পৌঁছয় অবধ অসাম এক্সপ্রেসটি।
অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবলের কালো দিন! ঐতিহ্যের তকমা হারাল ইস্টবেঙ্গল, মোহনবাগান
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, অসমের ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করে রাজস্থানের লালগড় পর্যন্ত মোট 9 রাজ্যের মধ্যে দিয়ে 3,100 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন। যাত্রাপথে মোট 88টি স্টেশনে দাঁড়ায় এই ট্রেন। আগেই জানানো হয়েছে এই সফর সম্পূর্ণ করতে মোট 4 দিন 3 রাত সময় লাগে। বলা বাহুল্য, প্রতিটি স্টেশনে সর্বোচ্চ 5 মিনিটের হল্ট রয়েছে এই ট্রেনের। এটি মূলত অসম থেকে নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানকে নিজের যাত্রা পথে যুক্ত করে। উল্লেখ্য, একই যাত্রা পথে সফর কালে আপ এবং ডাউন ট্রেন মিলিয়ে একই সময়ে মোট 3টি স্টেশনকে অতিক্রম করে অবধ অসম এক্সপ্রেস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |