বছরে আয় ১৬৯২ কোটি, দেশের ধনী স্টেশনের তালিকায় দ্বিতীয় হাওড়া! প্রথম কে? রইল লিস্ট

Published on:

howrah station

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলকে (Indian Railways) দেশের লাইফলাইন বলা হয়। আর সাধেই কিন্তু এই তকমা দেওয়া হয়নি। এরকম রেল নেটওয়ার্ক বিশ্বের খুব কম দেশেই রয়েছে। প্রতিদিন ১৩,০০০-রও বেশি ট্রেন চলাচল করে দেশে আর তাতে সওয়ার হন ২ কোটিরও বেশি মানুষ। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের দেশের সবথেকে ধনী রেল স্টেশন সম্পর্কে তথ্য দেওয়া হবে যার আয় শুনলে আকাশ থেকে পড়বেন কার্যত। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই স্টেশন সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে শিরোনামে উঠে এসেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বিরাট চমক ভারতীয় রেলের

WhatsApp Community Join Now

এমনিতে রেল স্টেশনগুলি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে। এই রেল স্টেশনগুলিতে রাজস্বের অনেক উৎস রয়েছে, যা থেকে রেল কোটি কোটি টাকা আয় করে। দোকান হোক বা বিজ্ঞাপন, এই রেল স্টেশনগুলি থেকে প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে রেল। স্টেশন, দোকান, প্ল্যাটফর্মের টিকিট, ক্লক রুম, ওয়েটিং হলগুলিতে বিজ্ঞাপন … এই সমস্ত কিছু থেকে রেলের প্রচুর আয় হয়, কিন্তু আপনি কি জানেন যে কোন রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি আয় হয়? বিশ্বের সবচেয়ে ধনী রেলওয়ে স্টেশন কোনটি? উত্তর হল নয়াদিল্লি রেল স্টেশন। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সবথেকে বেশি উপার্জন করল এই রেল স্টেশন

নয়াদিল্লি রেলওয়ে স্টেশন হল জাতীয় রাজধানীর সর্বাধিক উপার্জন এবং রাজস্ব উৎপাদক রেলওয়ে স্টেশন। রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে সবচেয়ে বেশি আয় করেছে নয়াদিল্লি রেল স্টেশন। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে ৩৩৩৭ কোটি টাকা আয় করেছে। এটি কেবল সর্বোচ্চ উপার্জনকারী স্টেশনই নয়, ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি।

স্টেশনগুলি থেকে আয় রেলওয়ের আয়ের একটি বড় উৎস। এই বিষয়ে কিন্তু পিছিয়ে নেই বাংলার গর্ব হাওড়া রেল স্টেশন। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনের বার্ষিক আয় ১৬৯২ কোটি টাকা।  হাওড়া রেলওয়ে স্টেশন ব্যস্ততম রেলওয়ে স্টেশন। ২০২৩-২৪ অর্থবর্ষে এখানে ৬১,৩২৯,৩১৯ জন যাত্রী এসেছিলেন।

বাকি রেল স্টেশনগুলির অবস্থা

তিন নম্বরে রয়েছে চেন্নাই সেন্ট্রাল। দক্ষিণ ভারতের এই রেল স্টেশন এক বছরে আয় করেছে ১২৯৯ কোটি টাকা। এই সময়ের মধ্যে ৩০,৫৯৯,৮৩৭ জন যাত্রী আসা-যাওয়া করেছেন।  নন-সাবার্বান গ্রুপ-১ (এনএসজি-১) ক্যাটাগরিতে ওই সব স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের আয় ৫০০ কোটি টাকারও বেশি। তালিকায় রয়েছে ২৮টি রেল স্টেশন।

আয়ের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশন। ২০২৩-২৪ অর্থবর্ষে এটি ১২৭৬ কোটি টাকা আয় করেছে, যেখানে ২৭,৭৭৬,৯৩৭ জন রেল যাত্রী এসেছেন।  রাজস্ব আয়ের নিরিখে দিল্লির আরও একটি রেল স্টেশন শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থান অর্জন করেছে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। ২০২৩-২৪ অর্থবর্ষে আয় হয়েছে ১২২৭ কোটি টাকা।

সঙ্গে থাকুন ➥
X