২ দিনে ২৫০০০০০০০০০ টাকার ক্ষতি! পাকিস্তানের সমর্থক তুর্কিকে ক্ষমতা দেখিয়ে দিল ভারত

Published on:

Turkey lost Rs 2500 crore in two days due to strict action by the India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছিল সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা তুরস্ক (Turkey)। আর এর পর থেকেই ভারতীয় পর্যটকদের রোষের মুখে পড়ে সে দেশের পর্যটন শিল্প। দেশজুড়ে দাবি ওঠে তুরস্ক বয়কটের। রিপোর্ট বলছে, এই বয়কটের আবহেই বিরাট ক্ষতি হয়েছে রিচেপ এরদোয়ানের দেশের!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কয়েকটি সংবাদসংস্থা মারফত পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানকে সমর্থনে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে তুরস্ক ভিত্তিক বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি সেলেবি হাভা সার্ভিজি সহ তুরস্কের সহযোগী প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দেয় ভারত। আর এরপরই গত বৃহস্পতিবার এবং শুক্রবার সংস্থাটির শেয়ার প্রায় 20 শতাংশ নেমে গিয়েছে।

বড় পদক্ষেপ নিয়েছিল ভারত

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে পশ্চিম দিকের দেশকে একেবারে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল তুরস্ক। তবে শুধু কথা দিয়ে নয়, যাবতীয় যুদ্ধাস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশের ঢাল হয়ে দাঁড়িয়েছিল তুর্কি। আর এই অপকর্মের পরই তুরস্কের যাবতীয় পণ্য থেকে শুরু করে ভ্রমণ বাতিল করে দেয় ভারতীয় পর্যটকরা। একই সাথে পাকিস্তানকে সমর্থনের জন্য নিরাপত্তার উদ্বেগকে সামনে রেখে তুরস্ক ভিত্তিক সেলেবি হাভা সার্ভিজি ও তার সহযোগী গোষ্ঠীগুলির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দিল্লি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সম্প্রতি ভারতের কড়া পদক্ষেপের পর ইস্তাম্বুল ভিত্তিক ওই সংস্থাটি জানিয়েছে, ভারত সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সমস্ত ধরনের প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে কোম্পানিটি জানায়, 2024 সালে ভারতীয় সহায়ক সংস্থাগুলি থেকে তাদের কমপক্ষে 585 মিলিয়ন ডলারের এক তৃতীয়াংশেরও বেশি আয় এসেছিল।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি তাৎক্ষণিকভাবে সেলেবি বিমানবন্দর পরিষেবার আওতায় থাকা ভারতের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দেয়। আর এরপরই ভারতে পরিচালিত এই সংস্থার সমস্ত ইউনিট প্রভাবিত হয়েছে। যার জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে তুরস্ক ভিত্তিক সংস্থা সেলেবি হাভা সার্ভিজি।

ব্যাপক ক্ষতি হয়েছে তুর্কি সংস্থার

সরকারি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ইস্তাম্বুল ভিত্তিক ওই সংস্থার ওপর ভারতের কঠোর পদক্ষেপের পর কোম্পানিটির শেয়ার প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার 10 শতাংশ কমে 2,224 ও পরের দিন অর্থাৎ শুক্রবার 10 শতাংশ কমে 2,002 তুর্কি লিয়ারে নেমে আসে। যার জেরে দুদিনের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2,500 কোটি টাকায়। জানিয়ে রাখি, মোট মূলধনের ওপর এই 2,500 কোটির ধাক্কা খেয়েছে সেলেবি।

হাইকোর্টের দারস্থ হয়েছে সংস্থা

বেশ কয়েকটি রিপোর্ট যা জানাচ্ছে, তুরস্ক ভিত্তিক সেলেবি বিমানবন্দর সংস্থা নিরাপত্তা ছাড়পত্র বাতিলের আদেশ খারিজ করার উদ্দেশ্যে ভারত সরকারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। শোনা যাচ্ছে, এই মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। যদিও এ প্রসঙ্গে মুখ খুলেছেন ওই সংস্থার নিয়ন্ত্রক। সেলেবির এক নিয়ন্ত্রক জানিয়েছেন, আমাদের সংস্থার তরফে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের ওপর যেসব আদেশ আরোপ করা হয়েছে তা বাতিল করার জন্য সমস্ত রকমের প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবশ্যই পড়ুন: প্রায় চূড়ান্ত নতুন কোচের নাম, চন্দ্রকান্তের জায়গায় নাইটদের হেডস্যার হচ্ছেন কে?

উল্লেখ্য, 2009 সালে ভারতের বাজারে প্রবেশের পর তুরস্ক ভিত্তিক বিমানবন্দর সংস্থা সেলেবি এদেশে 250 মিলিয়ন ডলারেরও বেশি নিয়োগ করেছিল। যার জেরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো বিমানবন্দর গুলিতে কর্মসংস্থান হয়েছিল 10 হাজারেরও বেশি ভারতীয়র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group