পাকিস্তানকে সমর্থনের জের, ভারতের সংস্থার কাছে বিরাট ধাক্কা খেল তুরস্ক!

Published on:

Turkey Suffers major setback from Mumbai civic body

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে খোলাখুলি সমর্থন? এবার পাক বন্ধু তুরস্ককে বিরাট ধাক্কা দিল মুম্বইয়ের নাগরিক সংস্থা (Mumbai Civic Body)। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের সিভিক বডি সমুদ্রে মোতায়েনের জন্য তুরস্কের তৈরি হাফ ডজন রোবটিক লাইফবয় সংগ্রহের টেন্ডার বাতিল করেছে।

কর্মকর্তাদের বক্তব্য, পাকিস্তানকে সমর্থন করার জন্যই দেশবাসী তুর্কি বয়কটের ডাক দিয়েছেন! আর সেই আবহেই এবার তুরস্কের রোবটিক লাইফবয় সংগ্রহের টেন্ডার বাতিল করে দিল মুম্বইয়ের নাগরিক সংস্থা।

বড় বার্তা দিল মুম্বইয়ের পৌর কর্পোরেশন

সোমবার, বৃহন্নুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়, সমুদ্রে ডুবে যাওয়া মানুষদের বাঁচাতে লাইফ গার্ডদের সহায়তা করার জন্য তৈরি দূরবর্তীভাবে পরিচালিত যন্ত্রগুলি গিরগাঁও চৌপাট্টি, শিবাজী পার্ক দাদুর, জুহু, ভারসোভা, আকসা এবং গোড়াই সমুদ্র সৈকতে মোতায়েন করা হবে।

এরপরই, তুরস্কে তৈরি রোবটিক লাইফবয় সংগ্রহের পরিকল্পনা কি নাগরিক সংস্থা বাতিল করেছে? এমন প্রশ্ন করা হলে মুম্বইয়ের পৌর কমিশনার ভূষণ গাগরানি স্পষ্ট ও ইতিবাচক উত্তর দিয়েছিলেন। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত মাসে ভারত-পাক সংঘাতের সময়ে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছিল তুরস্ক, মূলত সেই কারণেই এবার তুরস্কের রোবটিক লাইফবয় সংগ্রহের টেন্ডার বাতিল করে দিল মুম্বইয়ের সিভিক বডি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

প্রসঙ্গত, বেশ কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, তুরস্কে তৈরি রোবোটিক লাইফবয় মেশিনের প্রতিটি ইউনিটে ডুয়েল ওয়াটার জেট 10,000 mAh ব্যাটারি ও 200 KG পর্যন্ত ওজন বহন করতে পারতো। কর্মকর্তাদের বেশিরভাগেরই বক্তব্য, এটি ঘন্টায় অন্তত 18 কিলোমিটার বেগে 800 মিটার পর্যন্ত যেতে পারে এবং প্রায় এক ঘন্টা ধরে সমুদ্রে টিকে থাকার ক্ষমতা রয়েছে এর।

অবশ্যই পড়ুন: ৫ টাকার Parle-G ২৪০০ টাকা! গাজায় পেঁয়াজের দাম জানলে পিলে চমকে যাবে! রইল তালিকা

বলা বাহুল্য, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের পর্বে ইসলামাবাদকে কূটনৈতিক ও সামরিক দিক থেকে সহায়তা করার পর তুরস্ক বয়কটের ডাক দিয়েছিল ভারতবাসী। সেই পর্বেই, তুরস্কের সাথে চুক্তি করার আবহে রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনার মুখে পড়েছিল মুম্বইয়ের নাগরিক সংস্থাটি। মূলত একযোগে সংস্থাটিকে আক্রমণ করতে থাকে রাজনৈতিক মহলের একাংশ। এবার সেই সবদিক মাথায় রেখেই, ভারত বিরোধী তুরস্কের সাথে টেন্ডার বাতিল করল মুম্বই ভিত্তিক সংস্থা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥