বছরে দু’বার ভর্তি, সায়েন্স ছাড়াই ফিজিক্স-কেমিস্ট্রি নেওয়ার সুযোগ, শিক্ষা ব্যবস্থায় আসছে বিরাট বদল

Published on:

ugc about to make big changes in higher education system

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সদ্য খবর মিলেছিল উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে বদল হতে চলেছে। তবে এবার পড়ুয়াদের জন্য আরও বড় আপডেট পাওয়া গেল। ভোল পাল্টে যেতে চলেছে কলেজের শিক্ষা ব্যবস্থার। স্নাতক থেকে স্নাতকোত্তর সমস্ত কোর্সের উপরেই প্রভাব পড়বে। এমনটাই খসড়া তৈরী হয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (University Grants Commission) তরফ থেকে। কী কী বদল হতে পারে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরাট বদল আসন্ন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা ব্যবস্থায়

কলেজে উপস্থিতির হার থেকে শুরু করে সাবজেক্ট কম্বিনেশন সমস্ত বিষয়েই বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এতদিন উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পরে না থাকলে বা অঙ্ক, ফিজিক্স ইত্যাদি না থাকলে বিজ্ঞানের বিষয়গুলোতে স্নাতকের কোর্স ভর্তি হওয়া যেত না। তবে নতুন নিয়ম হলে সায়েন্স নিয়ে না পড়লেও ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়া যাবে।

বছরে দু’বার ভর্তি হওয়া যাবে কলেজে

এতদিন পর্যন্ত বছরে একবারই কলেজে ভতি হওয়া যেতে। উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই কলেজের ফর্ম ফিলাপ হত। এক্ষেত্রে যদি কিছু মাস পড়াশোনার পর স্ট্রিম বদল করতে ইচ্ছা হয় তাহলে কোনো উপায় ছিল না। তবে এবার বছরের দুবার ভর্তি হওয়ার সুযোগ চালু হলে সেটা পাল্টে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিটছে সাবজেক্ট চয়েসের বাধা

উচ্চমাধ্যমিকে থাকা বিষয়ের উপর নির্ভর করেই স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের বিষয় বেছে নেওয়া যেত। এক্ষেত্রে আর্টস বা কমার্সের পড়ুয়ারা সায়েন্সের বিষয় নিতে পারত না। তবে এবার আর সেটা হবে না, পছন্দদের যে কোনো বিষয়েই পড়া যাবে। শুধু ভর্তির আগে একটি পরীক্ষা নেওয়া হবে তাতে পাশ করতে হবে।

বাড়ছে উপস্থিতির হারের গুরুত্ব

কলেজে পড়াশোনার ক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় বসতে হলে উপস্থিতির হার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নূন্যতম উপস্থিতির হার না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া নাও হতে পারে। তবে এবার উপস্থিতির হার কম থাকলেও পরীক্ষায় বসা যাবে কি না সেটা ঠিক করে নিতে পারবে কলেজ। এমনকি অনলাইনের মাধ্যমেও ক্লাস করানো হতে পারে। চাকরিরত অবস্থায় বা কলেজে উপস্থিত না হয়েও ক্লাস করা যেতে পারে।

college education system

পাল্টে যাবে পরীক্ষার পদ্ধতিও

শুধুমাত্র পাঠক্রম, ভর্তির নিয়ম বা বিষয় নয় পরীক্ষার পদ্ধতিও বদলে যেতে পারে বলে জানা যাচ্ছে। কোন বিষয়ের পরীক্ষা মৌখিক হবে আর কোন বিষয়ের লিখিত সেটার সিদ্ধান্ত নিতে পারবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group