আধার কার্ড আপডেট করতে এখনই খসবে না টাকা, নয়া সময়সীমা ঘোষণা UIDAI-র

Published on:

free aadhar card update date extended

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে শুধুমাত্র পরিচয় পত্র নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে আধার কার্ড (Aadhar Card)। রেশন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখা এমনকি কোনো সরকারি সুবিধা পেতে গেলেও আধার কার্ড আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এদিকে অনেকেরই আধার কার্ড তৈরির হওয়ার পর বেশ কিছু ভুল ধরা পরে বা পুরোনো আধার কার্ড আপডেট করানোর প্রয়োজন হয়। যেটা আজ অর্থাৎ ১৪ ই  ডিসেম্বর পর্যন্ত ফ্রি ছিল। তবে এবার কি হবে? সামনে এল বড় আপডেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফ্রি আধার কার্ড আপডেট নিয়ে বড় খবর

সরকারের তরফ থেকে আগেই ১৪ই ডিসেম্বর বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছিল। তবে এখনও এমন বহু মানুষ আছেন যারা আধার কার্ড আপডেট করতে পারেননি। তাই তাদের জন্য পুনরায় বাড়িয়ে দেওয়া হল ফ্রীতে আঁধার কার্ড আপডেট করার সময়সীমা। নতুন ডেডলাইন কবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নতুন সময়সীমা জারি UIDAI এর

আধার প্রস্তুতকারক সংস্থা UIDAI এর তরফ থেকে টুইটারের মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে আরও ৬ মাসের জন্য সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ১৪ই জুন ২০২৫ পর্যন্ত বিনা খরচে আধার কার্ড আপডেট করা যেতে পারে। তাই যারা এখনও আপডেট বা ভুল সংশোধন করেননি তারা পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র নিয়ে নিকটবর্তী আধার সংশোধন কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আধার কার্ড আপডেট করা কি আবশ্যক?

UIDAI এর তরফ থেকে একাধিকবার জানায় হয়েছে আধার কার্ড আপডেট করা সকলের জন্য আবশ্যক নয়। যদি আধার কার্ড অনেক পুরোনো হয়ে গিয়ে থাকে তাহলে তার কার্যকারিতা বাড়ানোর জন্য আপডেট করে নেওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ যদি কেউ ৫ বছর বয়সে আধার কার্ড বানিয়ে থাকেন ও তারপর ২০ বছর কোনো আপডেট না করেন থাকেন তাহলে ২ ৫ বছরের মাথায় আপডেট করলে বায়োমেট্রিক ও ছবি আপডেট করা যেতেই পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group