আধার কার্ডে আর বাবা, স্বামীর নাম দরকার নেই? জানিয়ে দিল UIDAI

Published:

aadhaar
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আধার কার্ড (Aadhaar) ইস্যুতে সামনে এল বড় খবর। বর্তমানে আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় নথিতে পরিণত হয়েছে। ১২-সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর সহ এই কার্ডটি পরিচয় এবং ঠিকানার প্রমাণ প্রদান করে। ব্যাংকিং, সরকারি সুবিধা, ভর্তুকি, পেনশন, বৃত্তি এবং সিম কার্ড সহ বহু পরিষেবার জন্য এর ব্যবহার বাধ্যতামূলক হয়ে উঠেছে। ফলস্বরূপ, আধার সম্পর্কিত প্রতিটি খবর মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে, তবে তথ্য যাচাই না করে এই ধরনের দাবি বিশ্বাস করা ক্ষতিকারক হতে পারে।

ভাইরাল দাবি ঘিরে শোরগোল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি খবর বিভ্রান্তির সৃষ্টি করেছে। দাবি অনুসারে, আধার কার্ডে স্বামী বা বাবার নাম আর থাকবে না। বেশ কয়েকজন ব্যবহারকারী স্ক্রিনশট এবং ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে UIDAI এখন স্বামী বা বাবার নামের কলামটি সরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি তাই? উত্তর হল না।

তদন্তে জানা গেছে যে UIDAI এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই জাতীয় কোনও তথ্য সরবরাহ করা হয়নি। হেল্পলাইনে যোগাযোগ করা হলে, একজন কর্মকর্তা স্পষ্ট করে বলেন যে এই ধরণের কোনও পরিবর্তন বাস্তবায়িত হয়নি এবং দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

বাবা এবং স্বামীর নাম থাকা কি বাধ্যতামূলক?

আধার কার্ডে C/O কলামটি ঐচ্ছিক। অর্থাৎ ব্যক্তিরা তাদের নথিতে তাদের মা, বাবা বা স্ত্রীর নাম যোগ করতে পারেন, তবে এটি বাধ্যতামূলক নয়। ব্যক্তিরা ইচ্ছা করলে “C/O” অপশনটি ফাঁকা রাখতে পারেন। এর অর্থ এই নয় যে স্বামী বা বাবার নাম সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে; বরং এটি সম্পূর্ণরূপে ঐচ্ছিক হয়ে গেছে। এই বিষয়টির তদন্তে উঠে এসেছে, আধার কার্ডে স্বামী বা বাবার নাম অন্তর্ভুক্ত করার ভাইরাল খবরটি ভুয়ো। UIDAI এ ধরণের কোনও ঘোষণা বা পরিবর্তন করেনি।

আরওAadhaarUIDAI
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join