শুল্ক সংঘাতের আবহে ভারত সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী, কোন কোন বিষয়ে আলোচনা?

Published:

UK PM India Tour Keir Starmer First time India visit
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিদ্ধান্তটা হয়েছিল আগেই। শেষমেষ দুই দিনের সফরে ভারতের মাটিতে পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (UK PM India Tour)। জানা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আরও একাধিক কর্মসূচি হাতে নিয়ে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্কযুদ্ধের আবহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এদিকে স্টার্মার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ভারত এবং ব্রিটেনের মধ্যে যে নতুন বাণিজ্য চুক্তি হয়েছে তা কীভাবে বাস্তবায়িত করা যাবে সে বিষয়েই আলোচনা হবে।’

ভারত সফরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

বুধবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তাছাড়া উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। এদিন মুম্বইয়ে পা রেখেই কিয়ের স্টার্মমার ভারত সফরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন তার একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বললেন, ‘ভারতের সাথে সম্প্রতি যে বাণিজ্যিক চুক্তি হয়েছে তাতে সম্পূর্ণরূপে ব্যবসা এবং বিনিয়োগই প্রধান গুরুত্ব পাবে।’

এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ব্রিটেনে ভারতীয়দের ভিসা নীতির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টত সেই সম্ভাবনা উড়িয়ে দেন। স্টার্মার বলেন, ‘এই সংক্রান্ত কোনও পরিকল্পনা এখন আমাদের নেই। ব্রিটেনের অভিবাসন নীতির কোনও পরিবর্তন হবে না।’ বলা বাহুল্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো ভারত সফরে এলেন কিয়ের।

ANI এর রিপোর্ট বলছে, আমেরিকার সাথে শুল্ক নিয়ে টানাপোড়নের আবহে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ভারত-ব্রিটেন কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়েও আলোচনা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

অবশ্যই পড়ুন: মাঠেই মেজাজ হারালেন পৃথ্বী শ, ব্যাট হাতে তেড়ে গেলেন মুশিরের দিকে! কী হয়েছিল?

উল্লেখ্য, গত 24 জুলাই লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে একটি বাণিজ্যিক চুক্তির কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি এবং কিয়ের স্টার্মার। শোনা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের পর এই চুক্তি কার্যকর হয়ে গেলেই ব্রিটেন থেকে আমদানিকৃত বিভিন্ন বিমান সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি অনেকটাই সস্তা হবে। এছাড়াও ব্রিটেনে তৈরি পানীয়, চকলেট, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিস্কুট এমনকি স্যামন মাছও ভারতের বাজারে সহজলভ্য হবে।

বিশেষজ্ঞ মহলের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রধান লক্ষ্য বাণিজ্য চুক্তি নিয়ে যাবতীয় আলোচনা। তবে এর পাশাপাশি মুম্বইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ আসরেও যোগ দিতে পারেন কিয়ের। বলা বাহুল্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ভারত সফরে রয়েছেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল এবং বিনিয়োগ মন্ত্রী জেসন স্টকউড সহ গোটা প্রতিনিধি দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join