৫০ বুলডোজার, ১০০ ট্রাক! ধৃত ৬৫০০ বাংলাদেশির কলোনি ধূলিসাৎ করল গুজরাট পুলিশ

Published on:

Bangladeshi Citizen

সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi Citizen) বিরুদ্ধে বিরাট অভিযান শুরু করেছে। সূত্রের খবর, আজ সকাল থেকে আহমেদাবাদের চাঁদোলা লেক অঞ্চলে গড়ে ওঠা অবৈধ বসতিগুলি বুলডোজার দিয়ে একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে। 

অভিযানে মোতায়েন 50টি বুলডোজার, 100টি ট্রাক

বেশ কিছু সূত্র বলছে, এই বিরাট অভিযানে প্রশাসনের তরফ থেকে 50টি বুলডোজার, 61টি ট্রাক এবং প্রায় 3000 পুলিশ কর্মী নামানো হয়েছে। চাঁদোলা লেকের একটি সংলগ্ন অঞ্চলে 1.5 লক্ষ স্কয়ার মিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এই অবৈধ বসতিগুলি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে।

গ্রেফতার হলো 6500 অবৈধ বাংলাদেশি

বেশ কিছু সূত্র বলছে, গুজরাট পুলিশ রাজ্যের বিভিন্ন অংশ থেকে 6500 এর বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শুধুমাত্র আহমেদাবাদ শহর থেকেই ধরা হয়েছে 890 জনকে। হ্যাঁ ঠিকই পড়েছেন। প্রশাসনের দাবি, এই অঞ্চলটি বহুদিন ধরেই অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাঁটি ছিল। যেখানে ভুয়া পরিচয়পত্র তৈরির চক্র বা মানব পাচারের জালিয়াতি বাসা বাঁধছিল।

অবৈধ দখলের ইতিহাস

একটু ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো, এই চাঁদোলা লেক অঞ্চলে অবৈধ দখল শুরু হয়েছিল 1970-1980 দশকে। হ্যাঁ, যখন বিভিন্ন রাজ্য ও দেশের অভ্যন্তর থেকে অধিবাসীরা এখানে এসে বসতি করে তুলেছিল তখনই এর সূত্রপাত। আর 2002 সালে একটি এনজিও ‘সিয়াসত নগর’ নামের একটি কলোনি তৈরি করে, যা পরে আরো বৃহৎ আকার ধারণ করে। ফলত 2010-2024 সালের মধ্যে অবৈধ নির্মাণ কারবারি আরও বেড়ে চলেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেকেই অন্যের জমিতে পাকাপোক্তভাবে বাড়িঘর তৈরি করে নিয়েছিল, যার মধ্যে অনেকেই ছিল বাংলাদেশী। আর ক্রমশ এই এলাকা একটি জাল ডকুমেন্ট চক্র বা মানব পাচারের কেন্দ্রে পরিণত হচ্ছিল।

আরও পড়ুনঃ ‘২০৯৪ কোটি আটকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার’, বকেয়া মেটাতে পুলিশকে চিঠি CRPF-র

চলছে আরো কড়া নজরদারি

সূত্রের খবর, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রশাসন আশা করছে যে, এই অভিযান থেকে উঠে আসবে আরও বিস্তারিত তথ্য। কীভাবে তারা এতদিন ধরে ভারতীয় পরিচয় রয়ে গেছে বা কারা এতে সাহায্য করেছে, সবকিছুই একে একে হয়তো সামনে উঠে আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥