পুরনো FASTag-এ করতে পারবেন নতুন আপডেট, জেনে নিন সহজ প্রসেস

Published:

Update your old FASTag with this method
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টোল প্লাজার সামনে দীর্ঘ লাইনের চাপ কমাতেই FASTag আরও সাশ্রয়ী করেছে কেন্দ্র। মূলত জাতীয় সড়কে যাতায়াতের ক্ষেত্রে আগামী 15 আগস্ট থেকে চালু হচ্ছে একটি নতুন স্কিম। জানা যাচ্ছে, কেন্দ্রের সিদ্ধান্তে এবার থেকে FASTag-র বার্ষিক পাস মাত্র 3000 টাকায় পাওয়া যাবে।

হ্যাঁ, এই এককালীন অর্থে প্রাইভেট গাড়ির চালকরা এক বছরে সর্বোচ্চ 200 বার ভ্রমণ করতে পারবেন। তবে কেন্দ্রের এই নতুন স্কিমের পাশাপাশি এবার পুরনো FASTag নতুন করে আপডেট করা যাচ্ছে। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, পুরনো FASTag-টিকে একেবারে নতুন করে আপডেট করে নেওয়া যায়। কীভাবে? রইল বিস্তারিত।

কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য

জানিয়ে রাখি, ভারতীয় মহাসড়কে যাতায়াতের ক্ষেত্রে নাগরিকদের যাতে কোনওরকম অসুবিধা হয় সেই লক্ষ্যেই চলতি বছর সাশ্রয়ী মূল্যের বার্ষিক FASTag সহ একাধিক সুবিধা চালু করেছে সরকার। মূলত, ভারতীয় মহাসড়কে যানজট কমাতে ও টোল প্লাজার সামনে গাড়িগুলির চাপ কমাতেই বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়।

কীভাবে পুরনো FASTag আপডেট করবেন?

এমন অনেকেই রয়েছেন যাদের কাছে বহু পুরনো FASTag রয়েছে। অনেকেই হয়তো জানেন না, এই পুরনো FASTag নতুনভাবে আপডেট করে নেওয়া যায়। সেক্ষেত্রে বলি, একজন চালক চাইলেই পুরনো FAStag-এ বার্ষিক প্ল্যান অ্যাক্টিভ করে নিতে পারবেন। সেক্ষেত্রে FAStag-টিকে গাড়ির উইন্ডশিল্ডে ভালভাবে লাগিয়ে রাখতে হবে। তাছাড়াও একটি বৈধ নম্বরের সাথে এই FASTag লিঙ্ক করা আবশ্যক, তবেই পুরনো FASTag-এ বার্ষিক পাস অ্যাক্টিভ করতে পারবেন আপনি।

অবশ্যই পড়ুন: ‘ভারত আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা…’, আসিম মুনিরের মন্তব্যে তোলপাড় পাকিস্তান

কোথায় পাওয়া যায় FASTag-এর বার্ষিক পাস?

বলে রাখি, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী মাত্র 3000 টাকা খরচ করে এক বছরের জন্য FASTag পাস কিনে রাখতে পারেন আপনি। পরবর্তীতে ওই পাস দেখিয়ে টানা এক বছর সর্বোচ্চ 200 বার ভ্রমণ করা যায়। কিন্তু কোথায় পাওয়া যাবে এই বার্ষিক পাস? বলে দি, FASTag বার্ষিক পাস কিনতে হলে রাজমার্গ যাত্রা অ্যাপ ও NHI-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে চালকদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join