পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের সরকারি কর্মীদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের DA বিবাদ আজও জারি রয়েছে। কেন্দ্রের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এলেও রাজ্যের কর্মীদের কপালে এমন কোনো ঘোষণা নেই! বর্তমানে কেন্দ্র ও রাজ্যের DA এর পার্থক্য ৩৯% যার জেরে এবার বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কর্মী সংগঠনগুলি। তবে এরই মাঝে এল বড় খবর!
৮% DA বৃদ্ধি করল রাজ্য সরকার
হ্যাঁ ঠিকই দেখছেন, ৮% মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকার নয় বরং উত্তরপ্রদেশের রাজ্য পরিবহণ দফতরের কর্মীদের মহার্ঘভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং এদিন DA বৃদ্ধির ঘোষণা করেন। এতদিন পর্যন্ত কর্মীরা ৩৮% হারে ভাতা পাচ্ছিলেন, তবে এবার সেটা বেড়ে ৪৬% হয়ে গেল। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় খুশি উত্তরপ্রদেশের রোডওয়ে ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা।
খরচ বাড়ল ৫ কোটি
যেমনটা জানা যাচ্ছে, ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে ১৫,৮৪৩ কর্মীরা উপকৃত হবেন। তবে বর্ধিত DA দেওয়ার জেরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৫ কোটি। এছাড়াও পরিবহণ মন্ত্রী আরও জানান, সরকারের তরফ থেকে আরও ৪% DA বৃদ্ধির অনুমতি মিলেছে। সেটা ঘোষণা হলে ৫০% হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। সেক্ষেত্রে গ্রাচুইটি হিসাবে ২০ লাখের বদলে ২৫ লক্ষ টাকা পাবেন কর্মচারীরা।
চুক্তিভিত্তিক কর্মীদের দাবি
একধাক্কায় ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতেই খুশি ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত কর্মীরা। তবে কর্মীদের মতে, যারা চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিযুক্ত হয়েছেন তাদের কথাও কর্পোরেশনের ভাবা উচিত। মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে, যার ফলে তাঁরাও প্রভাবিত হচ্ছে। তাই তাদের জন্যও কিছু স্কিম আনা উচিত যাতে চুক্তিভিত্তিক কর্মীরাও উপকৃত হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |