বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের আর্থিক রোল মডেল রাজ্য উত্তর প্রদেশ, এমন তথ্যই উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG এর রিপোর্টে (Uttar Pradesh In CAG Report)। জানা যাচ্ছে, 2022-23 আর্থিক বছরের হিসেবে উত্তর প্রদেশ আর্থিক শৃঙ্খলা এবং বিনিয়োগের দিক থেকে দেশের 28টি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। রিপোর্ট বলে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যটি 2022-23 অর্থবর্ষে মোট 1,03,237 কোটি টাকার মূলধন ব্যয় করেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
CAG এর রিপোর্টে উত্তর প্রদেশ সেরা
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, CAG এর রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশের রাজস্ব আয়, রাজ্যটির ব্যয়কে ছাড়িয়ে গিয়েছে। এক কথায়, 2022-23 আর্থিক বছরে যোগী আদিত্যনাথের আমলে সে রাজ্যের সরকার যে পরিমাণ রাজস্ব আয় করেছে তার থেকে বেশি ব্যয় হয়েছে বিভিন্ন উন্নয়ন খাতে।
ওই রিপোর্ট অনুযায়ী, সে বছর উত্তর প্রদেশের নিজস্ব রাজস্ব আয় 45 শতাংশ ছিল, যেখানে হরিয়ানা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো শিল্পোন্নত রাজ্যগুলির রাজস্ব আয় ছিল 70-80 শতাংশ। তবে যদি ব্যয়ের প্রসঙ্গ ওঠে সেক্ষেত্রে রাজ্যটি মোট বিনিয়োগের খাতে ব্যয়ের পরিমাণ 9.39 শতাংশের থেকেও বেশি। যেখানে মহারাষ্ট্র, গুজরাট এবং বিহারের মতো রাজ্যগুলির ব্যয় ছিল 1.65 শতাংশ থেকে 3.81 শতাংশ পর্যন্ত।
রিপোর্ট বলে, 2012-13 আর্থিক বছর থেকে শুরু করে 2022-23 আর্থিক বছর পর্যন্ত উত্তরপ্রদেশ সর্বোচ্চ পরিমাণ কেন্দ্রীয় রাজস্ব পেয়েছে। যার মধ্যে বেশিরভাগটাই খরচ করা হয়েছে উন্নতি খাতে। কিন্তু কোন খাতে কত শতাংশ ব্যয় করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার? রিপোর্ট ঘাঁটলে জানা যাবে, উত্তর প্রদেশ সরকার 2022-23 আর্থিক বছরে মোট রাজস্বের 42.57 শতাংশ অর্থ ব্যয় করেছে কর্মীদের বেতন, পেনশন এবং সুদ প্রদানের ক্ষেত্রে। এছাড়াও মোট ব্যয়ের 11.89 শতাংশ গিয়েছে রাজ্যটির নির্মাণ প্রকল্পগুলিতে।
অবশ্যই পড়ুন: ভুটানের জলেই এত ক্ষতি হয়েছে, ওরা ক্ষতিপূরণ দিক!’, উত্তরবঙ্গ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
বিস্তারিতভাবে বলতে গেলে, এছাড়াও উত্তর প্রদেশ সরকারের মোট রাজস্ব ব্যয়ের 12.43 শতাংশ গিয়েছে বেতন খাতে। একইভাবে কর্মীদের পেনশন খাতে মোট ব্যয় হয়েছে 12.15 শতাংশ অর্থ এবং সুদ পরিশোধ করতে খরচ হয়েছে 8.90 শতাংশ অর্থ। বলা বাহুল্য, 2022-23 আর্থিক বছরে উত্তর প্রদেশ FRBM আইনের সমস্ত মান পূরণ করেছে। রাজ্যটির মোট GSDP ছিল 29.32 শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, 2022-23 আর্থিক বছরে স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, উন্নয়ন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ে উত্তর প্রদেশ দেশের মধ্যে একটি আর্থিক রোল মডেল রাজ্য হয়ে উঠেছে।