বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধভাবে তৈরি হয়েছিল একটি মসজিদ (Uttar Pradesh Masjid)। এবার সেটাই বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মসজিদ ভাঙার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিরাট সংখ্যক নিরাপত্তা বাহিনী। মূলত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এমন পদক্ষেপ বলেই খবর।
পুকুর বুজিয়ে তৈরি হয়েছিল মসজিদ
জানা গিয়েছে, যোগীরাজ্যে সম্ভলের রাই ব্রুজুর্গ গ্রামে অবৈধভাবে সরকারি একটি পুকুর বুজিয়ে সেখানে গড়ে তোলা হয়েছিল মসজিদ। সে খবর পেতেই এবার ইসলামধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার!
সূত্রের খবর, মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তড়িঘড়ি সম্ভলের ওই মসজিদ চত্বরে মোতায়েন করা হয়েছে বিরাট সংখ্যক পুলিশ বাহিনী। রিপোর্ট অনুযায়ী, মসজিদ ভাঙার আগেই স্থানীয় পুলিশ আধিকারিকরা মাইকিং করে জানিয়ে দিয়েছিলেন, ‘মসজিদ ভাঙার সময় কেউ যেন বাড়ি থেকে বের না হন।’
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এলাকায় পৌঁছেও বাড়ি বাড়ি বলে দিয়ে গিয়েছিলেন, ‘অবৈধভাবে মসজিদ নির্মাণের কারণে সেটি ভেঙে ফেলা হবে। যদি কোনও ব্যক্তি মসজিদ ভাঙতে বাধা দেন তবে তার বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।’ এরপরই নাকি সচেতন হয়ে যান গ্রামবাসীরা। আপাতত যা খবর, বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়েই ওই মসজিদ ভাঙার কাজ চলছে। সূত্রের খবর, ওই মসজিদটি আজ থেকে 10 বছর আগে তৈরি হয়েছিল।
অবশ্যই পড়ুন: চোখে সর্ষের ফুল দেখিয়ে তুললেন ৪ উইকেট, সিরাজ ঝড়ে কাবু ওয়েস্ট ইন্ডিজ
উল্লেখ্য, মাস তিনেক আগে সম্ভলের রাজা ই মুস্তফা মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। কারণ হিসেবে প্রশাসনের তরফে জানানো হয়, মসজিদের উপরে 40 ফুট উঁচু একটি মিনার তৈরি করা হয়, যা সাধারণত অবৈধ। যদিও পুলিশের তরফে 19 জুন পর্যন্ত ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আসে। তবে তাতে কাজ না হওয়ায় ওই মসজিদ ভেঙে দেয় প্রশাসন। এছাড়াও 2021 সালে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার তহসিল ওয়ালি মসজিদটিও অবৈধভাবে তৈরি করার কারণে ভেঙে ফেলা হয়েছিল।