‘দাঙ্গাবাজদের থেকে নেওয়া হবে ক্ষতিপূরণ!’ I Love Muhammad নিয়ে অশান্তির পর কড়া উত্তরাখণ্ড সরকার

Published on:

I Love Mohammad

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরাখণ্ডের কাশিপুরের “I Love Mohammad” মিছিলের সময় পুলিশের উপর হামলা করার ঘটনায় রাজ্য সরকার এবার বিরাট পদক্ষেপ নিল। এই ঘটনায় প্রধানমন্ত্রীর মতোই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়ে দিলেন যে, দাঙ্গাকারীদের কোনওরকম ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট বলেছেন, যারা অশান্তি তৈরি করছে, তাদেরকে দায়বদ্ধ করা হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে।

500-এর বেশি মামলা

উল্লেখ্য, পুলিশ ইতিমধ্যেই 500 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলেছে। আর 7 জনকে গ্রেফতারও করা হয়েছে, যার মধ্যে এসপি নেতা নাদিম আখতার রয়েছেন। এছাড়াও আরও দুজন এসপি নেতা হানিফ গান্ধী এবং দানিশ চৌধুরী রয়েছেন, যারা বর্তমানে পলাতক।

প্রসঙ্গত, এক জিএসটি সচেতনতামূলক অনুষ্ঠানে রাজপুর রোডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, কাশিপুরের মিছিল চলাকালীন যারা অশান্তি সৃষ্টি করেছে বা করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। জনসম্পত্তি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিপূরণ নেওয়া হবে। তিনি আরও বলেছেন, উত্তরাখণ্ডে এরকম ঘটনা কোনওভাবেই সহ্য করা হবে না।

এদিকে এই ঘটনার ঠিক পরের দিন রবিবার রাতের এই অশান্তির পর থেকেই পুলিশ এবং প্রশাসন আলি খান এলাকায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া শুরু করেছে। সেই সূত্রে অন্তত 200টি বাড়ি এবং দোকানপাট ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত বল্ডোজার অভিযানও চলছে।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় আদিবাসী ছাত্রীকে যৌন হেনস্থা! অস্ত্র হাতে থানা ঘেরাও মহিলাদের

উত্তরাখণ্ড সরকারের স্পষ্ট বার্তা

এই ঘটনা নিয়ে উত্তরাখণ্ড সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কেউ যাতে আইন এবং শৃঙ্খলা ভাঙতে না পারে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। মিছিল বা উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া যে কোনও ব্যক্তিকে এখন আইনের আওতায় আনা হবে আর ক্ষতিপূরণ দিতেও বাধ্য করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥