শ্বেতা মিত্র, মুম্বইঃ বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের এখনো অবধি চলা সবথেকে দ্রুতগামী ট্রেন। এই ট্রেন নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এখন ভারতের সবকটি রাজ্যেই মোটামুটি এই ট্রেন চলছে। তবে এবার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এমন এক কাণ্ড ঘটালো যেটি সম্পর্কে শুনে আকাশ থেকে পড়েছেন সকলে। ট্রেনটির যাওয়ার কথা ছিল এক জায়গায় আর চলে গিয়েছে অন্য জায়গায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘটনাকে ঘিরে সকলের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। লোকো পাইলট কেন এমন করলেন তা নিয়ে ধন্ধে সকলে। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
একি হল বন্দে ভারত এক্সপ্রেসের!
জানা গিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি)-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে পথ হারিয়ে ফেলে। রেল আধিকারিকরা জানিয়েছেন, সোমবার সকালে মহারাষ্ট্রের থানে জেলার দীবা স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়। কোঙ্কনগামী দীবা-পানভেল রেলপথের পানভেল স্টেশনের দিকে না এগোনোর পরিবর্তে এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬.১০ মিনিটে কল্যাণের দিকে ঘুরে যায়।
এদিকে এরকম ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিলেন নাম এই ঘটনার জেরে সেন্ট্রাল রেলওয়ের মুম্বইগামী লোকাল ট্রেন পরিষেবাও প্রভাবিত হয়।
আতঙ্কিত যাত্রীরা
ঘটনা প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, দীবা জংশনের ডাউন ফাস্ট লাইন ও ফিফথ লাইনের মধ্যবর্তী ১০৩ নম্বর পয়েন্টের সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। দীবা জংশন থেকে কোঙ্কনগামী ট্রেনগুলি নিয়মিত রুটে পানভেল স্টেশনে যায়। ট্রেনটি তার নির্ধারিত রুট থেকে পথ হারিয়ে কল্যাণ স্টেশনে পৌঁছে দীবা জংশনে ফিরে আসে, তারপরে এটি ডিভা-পানভেল রুটে মাদগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে।
নীলা জানান, ট্রেনটি কল্যাণের দিকে যাওয়ার আগে সকাল ৬.১০ থেকে ৭.৪৫ পর্যন্ত প্রায় ৩৫ মিনিটের জন্য দিবা জংশনে থামে। ট্রেনটি ষষ্ঠ লাইনের মাধ্যমে দীবা স্টেশনে ফিরিয়ে আনা হয়।