১৫ মিনিট আগেও মিলবে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট! নয়া ব্যবস্থা রেলের

Published on:

Vande Bharat Express

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের পরিবহন ব্যবস্থায় এক দারুণ সাফল্য এনে দিয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই ট্রেনে চড়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যেমন বন্দে ভারতের এই ট্রেনের সুবিধা পাওয়ার জন্য অনেক আগে থেকে টিকিট কাটতে হয়। তবে এবার থেকে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে টিকিট। এমন অভিনব রিজার্ভেশন ব্যবস্থা চালু করেছে রেলওয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টিকিট কাটার ক্ষেত্রে নয়া চমক

রেলের তরফে জানানো হয়েছে যে, গত বৃহস্পতিবার থেকেই বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট কাটার এই বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের আটটি বন্দে ভারত ট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এমনকী এই বিশেষ ব্যবস্থায় নির্দিষ্ট স্টেশন থেকে বন্দে ভারত ট্রেন ছাড়ার পরও টিকিট কাটা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয়, ট্রেন ছেড়ে যাওয়ার পরেও যদি দেখা যায় কোনও সিট ফাঁকা রয়েছে, তা হলে সেটিও অনলাইনে বুক করা যাবে। ধরা যাক যে স্টেশনে সকাল ন’টায় ট্রেন পৌঁছবে সেই স্টেশন থেকে সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেনের সিট বুক করা যাবে।

দ্বিতীয় চার্ট প্রস্তুতির পরেও মিলবে সুবিধা

রেলের এক কর্তার কথায়, আগে চেন্নাই এগমোর-নাগেরকোয়েল বন্দে ভারত এক্সপ্রেসে তিরুচি থেকে নাগেরকোয়েল ভ্রমণকারী যাত্রীরা দ্বিতীয় চার্ট প্রস্তুতির আগে টিকিট বুক করতে পারতেন। সে ক্ষেত্রে পরে যারা টিকিট বুক করতে চাইতো, তাঁদের নানা সমস্যা পড়তে হত। তবে এখন সেই সমস্যা আর পোহাতে হবে না। এবার সেই নিয়মে বড় বদল ঘটতে চলেছে। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বন্দে ভারতে এই সুবিধা মিলবে।

আরও পড়ুন: ”বাচ্চাদের মগজ ধোলাই’, ক্লাস থ্রিয়ের বইয়ে এ কোন ভাষা! বিস্ফোরক পোস্ট শুভেন্দুর

কোন কোন বন্দে ভারতে মিলবে সুবিধা?

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস, চেন্নাই এগমোর-নাগেরকোলি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটুর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস এবং ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা পাবে এই সুবিধা। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য বন্দে ভারত ট্রেনেও চালুর পরিকল্পনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group