বন্দে ভারত এক্সপ্রেস হবে আরও সাশ্রয়ী, অনেকটাই ভাড়া কমানোর পথে রেল

Published on:

vande bharat

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ট্রেনে ভ্রমণকারীদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে। বর্তমান সময়ে এমন কোনো রাজ্য হয়তো বাকি নেই যেখানে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম ট্রেন ছুটছে না। যাইহোক, তবে এই ট্রেনের ভাড়া এতটাই বেশি যে সবার ইচ্ছা থাকলেও এই ট্রেনে ওঠা হয় না। তবে এবার এমন খবর সামনে উঠে আসছে যেটা শোনার পর আপনারও মন ভালো হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে, এবার হয়তো ট্রেনের টিকিটের দাম কমতে পারে।

দাম কমছে বন্দে ভারত ট্রেনের টিকিটের?

২০১৯ সালে প্রথম এই ট্রেনের চাকা গড়ায়। তারপর থেকে না এই ট্রেনের গতি না চাকা, কোনোটাই আর থামেনি। বন্দে ভারত এক্সপ্রেস তার সেমি হাইস্পিড গতি এবং আধুনিক সুযোগ-সুবিধার জন্য পরিচিত । তবে এই ট্রেনের ভাড়া নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে অনেকটাই বেশি। তবে এবার সকলের পকেট ও ইচ্ছার কথা ভেবে খুব সম্ভবত ট্রেনের টিকিটের দাম কমাতে পারে রেল। আর এটা যদি সত্যিই হয় তাহলে তো সকলের মধ্যে সুখের বন্যা বইবে।

আরও পড়ুনঃ লোকাল ট্রেনের মতোই পরিষেবা কলকাতা মেট্রোয়, সুখবর যাত্রীদের জন্য

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকার ভাড়া কাঠামোর সম্ভাব্য সংশোধনীগুলি খতিয়ে দেখছে। যদিও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে অভ্যন্তরীণ আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে সরকার সক্রিয়ভাবে এই বিষয়টি নিয়ে বিবেচনা করছে। রেলওয়ে বোর্ড সূত্রে খবর যে রেল পরিষেবার সর্বাধিক ব্যবহারের কথা মাথায় রেখে, রেলওয়ে মন্ত্রক রেলওয়ে জোনের প্রধান প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকদের এই ধরনের ট্রেনের ভাড়া কমানোর ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২৫% অবধি কমতে পারে ভাড়া?

তথ্য অনুযায়ী, রেল বোর্ড সকল ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৫% পর্যন্ত কমানোর পরিকল্পনা করছে, তবে রিজার্ভেশন চার্জ, সুপার ফাস্ট সারচার্জ, জিএসটি-র মতো অতিরিক্ত চার্জ আলাদাভাবে আরোপ করা হবে। রেলওয়ে কিছু স্বল্প দূরত্বের বন্দে ভারত ট্রেনের ভাড়া কমানোর কথা বিবেচনা করছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥