রাজধানীর থেকে উন্নত, প্রকাশ্যে প্রথম বন্দে ভারত স্লিপারের AC কোচের ছবি, ভিডিও! তাক লেগে যাবে

Published:

sleeper vande bharat express ac coaches
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে এসে গেল দেই সুখবর যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন রেল প্রেমীরা। এমনিতে যত সময় এগোচ্ছে ততই রেল ব্যবস্থায় একের পর এক পরিবর্তন আসছে। বর্তমানে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে নানা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি এখন দেশে বন্দে ভারত এক্সপ্রেস, নমো ভারতের মতো প্রিমিয়াম এবং হাইস্পিড ট্রেন ছুটে চলেছে। তবে ভারতীয় রেলের নতুন উপহার বন্দে ভারত স্লিপারও একদম রেল ট্র্যাকে নামার জন্য একদম তৈরী বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই ট্রেনকে ছুটতে দেখা যাবে। যদিও এই ট্রেন চালু হওয়ার আগে ট্রেনের ভেতরের কিছু ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে উচ্ছসিত মানুষ।

রাজধানীর থেকেও উন্নত বন্দে ভারত স্লিপার?

রেল আধিকারিকরা দাবি করেছেন, বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্কৃরণের এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের থেকেও ভালো এবং উন্নত। এই ট্রেনে একবার উঠলে বিদেশে যেমন ধরণের ট্রেন চলে সেটার অনুভূতি পাবেন মানুষ বলে দাবি করা হচ্ছে। এই ট্রেন নাকি ভারতীয় রেলের ইতিহাসকে এক আলাদা পর্যায়তেই নিয়ে যাবে বলেও জোরালো দাবি করা হচ্ছে।

বিইএমএল, কিনেট রেলওয়ে সলিউশন (ভারত-রাশিয়া যৌথ উদ্যোগ) এবং ভেল-টিটাগড় রেল সিস্টেমস কনসোর্টিয়ামের যৌথ প্রচেষ্টায় অত্যাধুনিক এই স্লিপার ট্রেন সেটটি রাজধানী এক্সপ্রেসের চেয়ে উচ্চতর বলে বিবেচিত হয়। আসন্ন বন্দে ভারতের স্লিপার ট্রেনটি ভারতে দীর্ঘ দূরত্বের ভ্রমণের মানকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য ডিজাইন করা হয়েছে। রেলের দাবি, এই ট্রেনের গতি ১৬০-১৮০ কিমি প্রতি ঘন্টা হতে পারে।

প্রকাশ্যে বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা | Vande Bharat Sleeper Ac Coaches |

এদিকে রেল যাত্রীদের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ট্রেনের কিছু ছবি। AC 1-tier, AC 2-tier ও AC 3-tier কোচ কেমন হবে তার একটি ঝলক প্রকাশ্যে এসেছে। বন্দে ভারত স্লিপার কোচের বৈশিষ্ট্য সম্পর্কে আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বলেন, “এখনও পর্যন্ত আমরা চেয়ার কার রেক তৈরি করেছি। তবে ট্রেনের জনপ্রিয়তার কারণে রেলওয়ে বোর্ড আমাদের স্লিপার সংস্করণ তৈরি করতে বলেছে। যেহেতু আমাদের হাতে ইতিমধ্যে অনেকগুলি অর্ডার রয়েছে, তাই আমরা নকশাটি তৈরি করি এবং নকশাটি  পিএমএলের সাথে ভাগ করি। এর পরে কোচটি লখনউয়ের আরডিএসও দ্বারা আউটস্টেশন ট্রায়ালে যাবে যা দৌড়ানোর জন্য প্রস্তুত কিনা সেটার একটি শংসাপত্র পাবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ট্রেন প্রস্তুত হয়ে যাবে। এই মুহুর্তে, ভারতে ট্রেনের চাহিদা এত বেশি যে আমাদের হাতে অনেক অর্ডার রয়েছে।”

ট্রেনের বৈশিষ্ট

রেলের তরফে জানানো হয়েছে, প্রথম প্রোটোটাইপ বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি এসি ৩ টিয়ার কোচ, ৪টি এসি ২ টিয়ার কোচ এবং ১টি এসি প্রথম শ্রেণির কোচ সহ ১৬ টি কোচ রয়েছে। ট্রেনটি একসঙ্গে ৮২৩ জন যাত্রী বহন করতে সক্ষম। আধিকারিকদের মতে, বন্দে ভারত স্লিপার ট্রেনে টপ ক্লাস সুযোগ-সুবিধা রয়েছে। ট্রেনে যাত্রীরা ইউরোপীয় ছোঁয়া পাবেন। বন্দে ভারতের স্লিপার কোচগুলির অভ্যন্তরে জিএফআরপি প্যানেল, সেন্সর-ভিত্তিক আন্তঃযোগাযোগ দরজা, স্বয়ংক্রিয় বহিরাগত দরজা এবং গন্ধমুক্ত, এরগোনমিক রেস্টরুম রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join