বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোল ভারত। সদ্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্পেস গ্রেড মাইক্রোচিপ বিক্রম 32 বিট প্রসেসর (Vikram 32 Bit Chip Processor) তৈরি করেছে। ইতিমধ্যেই সেই চিপ Semicon India 2025 উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছেন কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রথমবারের মতো মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি এই মাইক্রো চিপ ভারতের প্রযুক্তিগত অর্জনের পাশাপাশি মহাকাশ অভিযানের জন্যও একটি বড় মাইলফলক।
কী এই বিক্রম 32 বিট চিপ প্রসেসর?
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হাত ধরে তৈরি স্পেস গ্রেড মাইক্রো চিপ বিক্রম 32 বিট চিপ প্রসেসরটি আসলে একটি বিকিরণ সহনশীল প্রসেসর। এর ফলে ওই চিপটি উচ্চ বিকিরণের মধ্যেও নিজের কার্যক্ষমতা বজায় রাখতে পারে। সহজে বলতে গেলে, বিক্রম 32 হল একটি কম্পিউটার চিপ যা একসাথে একাধিক কাজ পরিচালনা করতে পারে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মতে, এই চিপ মেমোরি পরিচালনা থেকে শুরু করে উপগ্রহ এবং মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় জটিল নির্দেশাবলী কার্যকর করতে সক্ষম। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মহাকাশের উচ্চ তাপমাত্রা, বিকিরণ ও চাপের তারতম্য বিদেশ থেকে আমদানিকৃত চিপগুলির জন্য মারাত্মক চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে, বিক্রম 32 বিট স্পেস গ্রেড চিপটি একাধিক উন্নতমানের উপাদান দিয়ে তৈরি। এটি মহাকাশের কঠিন পরিবেশেও নির্ভরযোগ্যভাবে কাজ করে যেতে সক্ষম। বলা বাহুল্য, দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে ব্যবহারের জন্য এই চিপটি তৈরি করা হয়েছে।
কোথায় তৈরি হয়েছে এই বিক্রম 32 বিট চিপ?
রিপোর্ট যা বলছে, প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি স্পেস গ্রেড মাইক্রো চিপ প্রসেসরটি তৈরি করেছে চন্ডিগড়ের সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি। যা মূলত ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠান। বলা বাহুল্য, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রযুক্তিগত দিকনির্দেশনায় তৈরি এই বিশেষ প্রসেসর আত্মনির্ভর ভারতের প্রযুক্তিগত বিকাশের বড় প্রমাণ।
কোথায় ব্যবহার হবে এই বিশেষ বিক্রম 32 বিট চিপটি?
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO আসলে চায়, বিক্রম 32 বিট চিপটি স্যাটেলাইট, রকেটের স্লাইড কম্পিউটার ও পেলোড কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হোক। আপাতত সূত্রের যা খবর, আগামী দিনে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ চিপ চন্দ্র ও মঙ্গল মিশনেও ব্যবহার করা হতে পারে। বিশেষজ্ঞ মহলের দাবি, এই চিপ বিদেশের উপর নির্ভরতা অনেকটাই কমাবে।
অবশ্যই পড়ুন: SSC দুর্নীতি নিয়ে অনুতপ্ত! দলের সহকর্মীদের ‘দায়’ নিয়ে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের
বিক্রম 32 বিট চিপ প্রসেসরের মধ্যে চারটি চিপ বাংলায় তৈরি
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত নামক একটি X হ্যান্ডেল থেকে মেক ইন ইন্ডিয়া বিক্রম 32 বিট চিপ প্রসেসরের ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, 33টি প্রথম ভারতে তৈরি চিপের মধ্যে 4টি চিপ তৈরি হয়েছে বাংলার মাটিতে। ওই পোস্টটিতে দাবি করা হচ্ছে, এনআইটি দুর্গাপুর, IIEST শিবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চিপগুলি তৈরি করেছিলেন। যেই ঘটনা বাংলার জন্য সত্যিই গর্বের।
Out of 33 First ‘Made in India’ Chips! 4 chips are made by #westbengal students from NIT Durgapur, IIEST Shibpur and University of Calcutta.
A moment of pride for any nation and the State.
Congratulations to all the departments and institutions hope to see more chips getting… pic.twitter.com/YDTjVKmcQ1
— West Bengal With Rohit (@bengalwithrohit) September 2, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |