সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় এমন সব ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে মুখ না খুললেই নয়। সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর ভিডিও ভাইরাল (High Court Viral Video) হয়েছে। দেখা যাচ্ছে, ওই আইনজীবী এক মহিলাকে চুমু খাচ্ছ। ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগড়ে দিচ্ছে নেট নাগরিকরা। এমনকি আদালতের প্রটোকলের মধ্যে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিচালিত একটি মামলার অনলাইন শুনানির আগেই এই ঘটনা ঘটেছে বলে খবর।
ভাইরাল আদালতের আইনজীবী ভিডিও
বলাবাহুল্য, ওই ভিডিওটি মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তখন আদালতের অধিবেশন ছিল না, এবং আদালত ফাঁকাই ছিল। সবাই বিচারকের জন্য অপেক্ষা করছিল। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, আইনজীবী আদালতের পোশাক পড়েই তাঁর ঘরে বসে রয়েছেন। এমনকি ক্যামেরা থেকে কিছুটা দূরেই রয়েছেন তিনি। তাঁর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে তাঁর সামনে শাড়ি পড়া একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আইনজীবী তারপর তাঁর হাত ধরে নিজের দিকে টেনে আনেন। এরপর মহিলাটি ইতস্তত বোধ করতে থাকেন। তারপরই ঘটে আসল ঘটনা। আইনজীবী তাঁকে প্রকাশ্যে চুমু খেলেন। এরপর মহিলাটি পিছিয়ে যান। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হুড বাংলা।
Welcome to Digital India Justice 😂
Court is online… but judge forgot it’s LIVE! ☠️
When tech meets tradition
— and the camera off button loses the case! 🤣 pic.twitter.com/1GbfOFQ6w7— ShoneeKapoor (@ShoneeKapoor) October 15, 2025
আরও পড়ুনঃ এক বছরে ৪০০০ নতুন কারখানা, সংখ্যা ছাড়িয়েছে ২৭,০০০! শিল্পে রেকর্ড উত্তরপ্রদেশের
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় উঠেছে। ব্যবহারকারীরা তো হতবাক। পাশাপাশি ক্ষোভ উগড়ে দিতে থাকে সবাই। একজন নেট নাগরিক লিখেছেন, খুবই লজ্জাজনক ঘটনা। এমনকি আরেকজন বলছেন, ওরা ধরা পড়েছে, নাহলে এরকমই কাজ করে বেড়ায়। এমনকি আর একজন বলেছেন, ডিএইচসি শুনানি যেন এখন রসিকতায় পরিণত হয়েছে। গুরুতর কোনও সিদ্ধান্ত থেকে শুরু করে অপ্রত্যাশিত আদালতের নাটক, এমনকি চুম্বনের দৃশ্য নিত্যদিনের ঘটনা। যদি এই সবই করতে হত, তাহলে আইনজীবী হওয়ার কী দরকার ছিল? আইন বন্ধ হতে পারে। তবে এখন এসব দুর্ভাগ্যক্রমে ক্যামেরাতে ধরা পড়ছে।