হায়দ্রাবাদে জঙ্গল কেটে হবে IT পার্ক, বুলডোজার নামতেই পশু-পাখিদের চিৎকার! ভাইরাল ভিডিও

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে দেওয়া হচ্ছে বনের পর বন। এদিকে এই বনগুলি হল পশু-পাখিদের আবাসস্থলের মতো, এবং যখন এগুলি ধ্বংস হয়ে যায় তখন তারা মানুষের মতো সর্বহারা হয়ে কাঁদে। এবার তেমনই একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখলে চোখ ভিজবে আপনারও। যদিও এই ভিডিও-টির সত্যতা যাচাই করেনি Indiahood.in.

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

হায়দ্রাবাদের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা মানুষের হৃদয়কে রীতিমতো নাড়িয়ে রেখে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে অনেক বুলডোজার জঙ্গল কাটছে। একই সাথে, পিছন থেকে অনেক ময়ূর এবং অন্যান্য প্রাণীর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। জন্তু জানোয়ারদের ত্রাহি চিৎকার আপনারও বুক কাঁপিয়ে দিতে বাধ্য। তাঁরা যেন বলছে, ‘জঙ্গল ধ্বংস করো না।’

আসলে, এই ভিডিওটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অভিজাত এলাকা গাছিবাওলির কাছে একটি বনের (Gachibowli Forest)। বলা হচ্ছে যে এখানে জঙ্গল কেটে ভবন তৈরি করা হবে। এই বন কাটার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ ছুটির মরশুম বেছে নিয়েছে। স্থানীয় মানুষ, পরিবেশকর্মী এবং শিক্ষার্থীরা কাঁচা বন কাটা এবং উন্নয়নমূলক কাজ বন্ধের দাবি জানিয়ে আসছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট

বন ধ্বংস করার এই বিষয়টি সুপ্রিম কোর্টেও পৌঁছেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তেলঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার (বিচার বিভাগ) কে অবিলম্বে কাঞ্চা গাছিবাউলি বনাঞ্চল পরিদর্শনের নির্দেশ দিয়েছে যেখানে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৪০০ একর জমিতে গাছ কাটার প্রস্তাব করা হয়েছিল। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ ক্রাইস্টের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥