দুধ দিয়ে স্নান করানো হচ্ছে ঔরঙ্গজেবের ছবি! ভিডিও ভাইরাল হতেই মহারাষ্ট্রে গ্রেফতার তিন

Published on:

Aurangzeb

সহেলি মিত্র, কলকাতাঃ কয়েকশো শতক পর আবারও শিরোনামে উঠে এলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। রীতিমতো তাঁকে দুধ দিয়ে স্নান করানো হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। মহারাষ্ট্রের (Maharashtra) আকোলায় ঔরঙ্গজেব এবং গাজির পোস্টার দুধ দিয়ে স্নান করানোর ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিওকে ঘিরে এখন আলোচনা তীব্র হয়েছে।

দুধ দিয়ে স্নান করানো হল ঔরঙ্গজেবকে!

আসলে গত ১২ সেপ্টেম্বর ঈদ-ই- মিলাদুন্নবী মিছিলের সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এতে ৮ থেকে ১০ জনের একটি ভিড় ঔরঙ্গজেব এবং গাজির ছবির পোস্টার দুধ দিয়ে স্নান করায়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশও তৎপর হয়ে উঠেছে। পুলিশ পোস্টারগুলি বাজেয়াপ্ত করেছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি মহারাষ্ট্রের আকোলা জেলার।

ঈদ-এ- মিলাদুন্নবীর মিছিলের সময়, কেবল ঔরঙ্গজেবের পোস্টারই লাগানো হয়নি, বরং ঘটা করে তার উপর দুধও ঢেলে দেওয়া হয়েছিল। মিছিল চলাকালীন আট থেকে দশজন অজ্ঞাত ব্যক্তি ঔরঙ্গজেব এবং ইব্রাহিম গাজির পোস্টারগুলিকে দুধ দিয়ে স্নান করিয়ে পোস্টারগুলি এলাকায় সরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে যে এই ঘটনার ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলার কোনও হুমকির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে । কিছু মানুষ যে পোস্টারটি প্রদর্শন করেছে তা হিন্দি ছবি ‘ তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ – এর ঔরঙ্গজেব চরিত্রের । এই সিনেমা ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছেন অ্যাংলো-ইন্ডিয়ান অভিনেতা লুক কেনি । তবে, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলতে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচারকারী নিষ্ঠুর ঔরঙ্গজেবের মহিমা প্রকাশ কখনও সহ্য করা হবে না। পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে এবং পোস্টারটি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও, এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঈদ-এ- মিলাদুন্নবীর মিছিলে , কিছু ব্যক্তি ঔরঙ্গজেব এবং AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসির পোস্টারেও দুধ ঢেলে দিয়েছিলেন । একই সাথে, ঈদ-এ- মিলাদুন্নবীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । এতে, আজাদ সমাজ পার্টি এবং ভীম আর্মির ( আকোলা জেলা) কর্মীরা তাদের হাত দিয়ে টিপু সুলতানের প্রশংসা করতে দেখা যাচ্ছে ।

সঙ্গে থাকুন ➥