শ্বেতা মিত্র, কলকাতা: চিকেন (Chicken) খেতে ভালোবাসেন না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই আছেন যারা খাবার পাতে মাংস নে পেলে খেতে চান না। মুরগির কথা শুনলেই এক কথায় সিংহভাগ খাদ্যপ্রেমীর জিভে জল চলে আসে। কিন্তু আপনি যদি মুরগি প্রেমী হন, তাহলে এখনই সাবধান হয়ে যান, নইলে হতে পারে বড়সড় বিপদ। আর এই নিয়ে আচমকায় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার।
মুরগি নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সরকার কী এমন সতর্কতা জারি করেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে মুরগিদের মধ্যে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা চিন্তা বাড়িয়েছে সরকারের। এদিকে বিভিন্ন রাজ্যে হু হু করে কমছে মুরগির মাংসের দাম। তবুও এখন মাংস খেতে ভয় পাচ্ছেন একের পর এক রাজ্যের মানুষ।
বিগত বেশ কিছু সময় ধরে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মানুষ মুরগি খেতে ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় রাজ্যেও মুরগির মধ্যে একটি রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই নাকি কয়েক হাজার মুরগির মৃত্যু হয়েছে। ফলে এক অজানা আতঙ্কে ঠকঠক করে কাঁপছেন মানুষজন।
মৃত্যু হাজার হাজার মুরগির
এক রিপোর্ট অনুযায়ী, রবিবার তেলঙ্গানার কামারেড্ডি জেলার বাঁশওয়াড়া মণ্ডলের বোরলাম ক্যাম্প গ্রামে প্রচুর সংখ্যক মুরগি মারা গেছে। তিরমালাপুর এবং বীরকুর মন্ডলের চিনচোলি এবং কিস্তপুর পোল্ট্রি ফার্মগুলিতে ৬০০০ এরও বেশি বয়লার মুরগি মারা গেছে। এই ঘটনাগুলি পোল্ট্রি খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুনঃ শীতের বিদায় বেলায় টানা দু’দিন বৃষ্টির খোঁচা! নামবে পারদও, আবহাওয়ার আপডেট
ডিম উৎপাদন হ্রাস এবং মুরগির মৃত্যুহার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সতর্ক হয়ে উঠেছে। রোগের আরও বিস্তার রোধে রাজ্য সরকারগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পোল্ট্রি খামারিদের জৈব নিরাপত্তা নিয়ম কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মুরগির মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ পাওয়া গেলে অবিলম্বে চিকিৎসা কর্মকর্তাদের অবহিত করার জন্য তারা অনুরোধ করছেন। এছাড়াও, ভাইরাসের আরও বিস্তার রোধ করার জন্য ক্ষেত এবং খাদ্য সংরক্ষণের জায়গাগুলি পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |