সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের পবিত্র তীর্থস্থান কেদারনাথ ধাম (Kedarnath) আবারো প্রস্তুত ভক্তদের আগমনকে স্বাগতম জানানোর জন্য। গাড়োয়াল হিমালয়ের কোল ঘেঁষে ১১,৯৬৮ ফুট উচ্চতায় অবস্থিত এই মহাদেবের ধাম শুধুমাত্র ধর্মস্থল নয়, বরং আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রতিবছর প্রায় কোটি কোটি বাবার ভক্ত ভোলেনাথের দর্শনে আসেন এই দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে।
কিন্তু ২৪ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ সবাই পেরোতে পারে না। বিশেষ করে বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল ভক্তদের জন্য খুবই দুর্বিষহ ওঠে এই রাস্তা। কিন্তু তাদের জন্য হেলিকপ্টার হতে পারে বিশাল আশীর্বাদ। আর এবার সেই হেলিকপ্টার বুকিং আরো সহজ করতে চলেছে IRCTC।
কবে খুলছে কেদারনাথের দরজা?
শীতের মরসুমে টানা ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২রা মে, ২০২৫ আবারো কেদারনাথের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। আর এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন কেদারনাথ দর্শনের।
কবে থেকে শুরু হচ্ছে হেলিকপ্টার বুকিং?
যারা এই দুর্গম পথ পায়ে হেঁটে অতিক্রম করার বদলে হেলিকপ্টারে যাত্রা করতে চান, তাদের জন্য বড় আপডেট আজ অর্থাৎ ৮ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২টা থেকে হেলিকপ্টার বুকিং শুরু হচ্ছে। তবে জানিয়ে রাখি, এই বুকিং শুধুমাত্র কেদারনাথ ধাম এবং হেমকুণ্ড সাহেব রুটের জন্যই প্রযোজ্য হবে।
কোথা থেকে করবেন বুকিং?
যদি হেলিকপ্টার বুকিং করতে চান, তাহলে এবার থেকে দৌড়ঝাপ করার আর কোন দরকার পড়বে না। কারণ IRCTC তাদের অফিসিয়াল হেলি পরিষেবার ওয়েবসাইট থেকে এখন খুব সহজেই অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে দিচ্ছে। যারা অফিসিয়াল পোর্টাল চেনেন না তাঁদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, IRCTC এর নতুন হেলি পরিষেবার ওয়েবসাইট https://heliyatra.irctc.co.in।
ভাড়া কত হতে পারে?
চলতি বছরে হেলি সার্ভিসের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু রিপোর্ট মারফত যা অনুমান করা হচ্ছে, সিরসি থেকে কেদারনাথ পর্যন্ত ভাড়া হতে পারে মাথাপিছু ৬০৬০/- টাকা, ফাটা থেকে কেদারনাথ পর্যন্ত ভাড়া হতে পারে মাথাপিছু ৬০৬২/- টাকা এবং গুপ্তকাশী থেকে কেদারনাথ পর্যন্ত ভাড়া হতে পারে মাথাপিছু ৮৫৩২/- টাকা। তবে হ্যাঁ, দুই দিকের খরচ কিছুটা আলাদা হতে পারে। তাই বুকিং এর সময় সমস্ত তথ্য দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
কীভাবে বুকিং করবেন?
হেলিকাপ্টার বুকিং করার জন্য আপনাকে অবশ্যই কেদারনাথ যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি হেলিকপ্টারের টিকিট বুকিং করতে পারবেন না। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেতে হবে https://registrationandtouristcare.uk.gov.in পোর্টালে।
ভক্তি, শ্রদ্ধা এবং অদম্য ইচ্ছার আরেক নাম কেদারনাথ যাত্রা। তবে প্রযুক্তির সহায়তায় এখন এই দুর্গম পথ অতিক্রম করা খুবই সহজ হয়ে উঠেছে। আর হেলিকপ্টার পরিষেবা এই প্রযুক্তির আরো একটি বড় অংশ। IRCTC এর মাধ্যমে এই সুবিধা আর হাতছাড়া করবেন না। তাই এখনই বাড়ি বসে বুকিং করুন IRCTC এর হেলি পরিষেবা এবং উপভোগ করুন কেদারনাথ যাত্রা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |