বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরেই শেষ হচ্ছে অপেক্ষা। ভারতের মাটিতে পা পড়বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin India Tour)। দেশে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন রাশিয়ার শাসক। দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, আসন্ন ডিসেম্বরের বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয় নিয়েই আলোচনা হবে দুই বন্ধুর মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুল্ক যুদ্ধের আবহে মোদি-পুতিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
ঠিক কত তারিখে ভারতে আসছেন পুতিন?
বহুদিন ধরেই পুতিন ভারতে আসবেন এমন খবর শোনা যাচ্ছে। সম্প্রতি চিনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিয়ে বন্ধু পুতিনের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদি। সূত্রের খবর, সেখানেই পুতিনকে ভারতে আসার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন মোদি। তাছাড়াও গত আগস্ট মাসে মস্কো সফরে গিয়েছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনিও সেখানে পুতিনের ভারত সফর নিয়ে কথা বলেন।
খোঁজ নিয়ে জানা গেল, এতদিন প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের প্রস্তুতি নিচ্ছিলেন রাশিয়ার অফিসিয়ালরা। এবার শোনা যাচ্ছে, মোদি বন্ধু ভ্লাদিমিরের নয়া দিল্লি সফরের দিনক্ষণ একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। আপাতত যা খবর, আগামী 5 ডিসেম্বর, শীতের মরসুমেই ভারতে আসবেন পুতিন। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত গাজোয়ারি সহ অন্যান্য একাধিক সিদ্ধান্তকে এড়িয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সহ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একগুচ্ছ আলোচনা হবে দুই প্রধানের মধ্যে।
অবশ্যই পড়ুন: নেপাল, লাদাখ থেকে শিক্ষা! সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ রুখতে বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশ সরকারের
পুতিনের ভারত সফর কেন গুরুত্বপূর্ণ?
রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর দুই ধাপে 50 শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখে বন্ধু বলে চেঁচালেও আদতে নয় দিল্লিকে ধাক্কা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন ডিসি। যদিও আমেরিকার শুল্ক বানের সামনে মাথা ঝোঁকায়নি ভারত। পুরনো সিদ্ধান্তে অনড় থেকেই নয়া দিল্লি সাফ জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ভারতের সাথে বাণিজ্য নিয়ে আলোচনা করবেন না বলেও বারবার মোদিকে বন্ধু বলে সম্মোধন করে সুর নরম করছেন ট্রাম্প। কিন্তু তাও ভারতের উপর থেকে কঠোর সিদ্ধান্ত তুলে নেননি তিনি। ঠিক সেই আবহে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রধান পুতিনের সাথে বন্ধু মোদির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষক মহলের একটা বড় অংশ।