৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা, বাতিল VVIP পাস, বদলাচ্ছে পুণ্য স্নানের জায়গা! ৫ নিয়ম বদল মহাকুম্ভে

Published on:

maha kumbh new rules issued after stampede incident

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ১৪৪ বছর পর আসা মহাকুম্ভের (Mahakumbh 2025) বিরল যোগে পুণ্য স্নানের  উদ্দেশ্যে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। প্রশাসনের তরফ থেকেই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করা হলেও দুর্ঘটনার খবর মিলেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩০ জন পুণ্যার্থীর, গুরুতরভাবে আহত ৫০ জনেরও বেশি।

মহাকুম্ভ নিয়ে নয় নির্দেশিকা জারি উত্তরপ্রদেশ সরকারের

এই ঘটনার পরেই বুধবার তড়িঘড়ি বৈঠকে বসেছেন প্রয়াগরাজ ও আশেপাশের জেলা পুলিশের আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন রাতেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, সেই হিসেবে নির্দেশিকা জারি করা হয়েছে। যার ফলে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে, আগামী ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কি কি নিয়ম বদলাচ্ছে? আপনি যদি মহাকুম্ভে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিয়মগুলি জেনে নিন।

মেলা প্রাঙ্গণে সম্পূর্ণ নিষিদ্ধ যানবাহন

এতদিন মেলা পর্যন্ত বড় গাড়ি যেতে না দেওয়া হলেও ছোট দু চাকা ও তিন চাকার গাড়ি যেতে দেওয়া হচ্ছিল। এছাড়া VVIP কনভয়ের ক্ষেত্রে বিশেষ প্রবশের ব্যবস্থা করা হয়েছিল। তবে এবার চারচাকা গাড়ি নিষিদ্ধ ও VVIP পাস বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাইক, অ্যাম্বুলেন্স, মিউনিসিপ্যালিটির গাড়ি ও ফায়ার সার্ভিসের গাড়ি মেলা প্রাঙ্গনে যেতে পারবে।

পাল্টানো হয়েছে স্নানের জায়গা

সঙ্গমে যেখানে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছিল সেই জায়গাটিকে বর্তমানে একমুখী করে দেওয়া হয়েছে। সুতরাং যারা স্নান করতে যাবেন তারা একই পথে ফিরতে পারবেন না। স্নান করার পর অন্য রাস্তা দিয়ে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, ‘অমৃত স্নান’ ৩ রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে আয়োজিত হবে। যার ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি ও ডিজিপি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ট্রেন ও বাসের উপর চলবে নজরদারি

যে সমস্ত পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য প্রয়াগরাজে আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার উপর নজর রাখতে হবে। মুখ্য়মন্ত্রীর মতে, এটা আমাদের দায়িত্ব পুণ্যার্থীদের জন্য যাতায়াতের ব্যবস্থা করা। প্রয়োজনে  আরও বেশি বাস নামাতে হবে যাত্রা মসৃণ করার জন্য।

ট্রাফিক ম্যানেজমেন্ট

যারা প্রয়াগরাজ পৌঁছেছেন তাদের মতে রাস্তায়  বিশাল ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কাউকেই অকারণে আটকে কোনো জায়গায় অযথা ভিড় বাড়ানো যাবে না। অযোধ্যা-প্রয়াগরাজ, কানপুর-প্রয়াগরা, ফতেহপুর-প্রয়াগরাজ, লাখনৌ-প্রতাপগড়-প্রয়াগরাজের মত গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ট্রাফিক ব্লক করা যাবে না। এই সমস্ত রুটে ট্রাফিক ফ্লো যাতে ঠিক থাকে সেদিকে নজর দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাজেটে এতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের DA

বাড়ছে নিরাপত্তা

প্রয়াগরাজের প্রাক্তন ডিভিশনাল কমিশনার যিনি ২০১৯ সালের কুম্ভ মেলার দায়িত্বে ছিলেন তাকে প্রশাসনিক কর্মবাহিনীর দায়িব দেওয়া হয়েছে ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার জন্য বলা হয়েছে। এছাড়াও ৫ জন অতিরিক্ত  স্পেশাল সেক্রেটারি লেভেল অফিসারকে নিযুক্ত করা হয়েছে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজের নিরাপত্তার দায়িত্ব সামলানোর জন্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥