বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার পেতে চান? তাহলে শীঘ্রই করে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি

Published on:

lpg gas cylinder

প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের সকল মানুষের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ নিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। আর তাই একাধিক সেবামূলক প্রকল্প চালু করা হয়েছে তাদের জন্য। যার মধ্যে অন্যতম হল উজ্জ্বলা স্কিম যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana) । দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিও যাতে সহজে রান্নার গ্যাস বা LPG পেতে পারেন সেই লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল এই স্কিম। ২০১৬ সালের ১ মে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় থেকেও কিছু গ্রাহক বিনামূল্যে LPG গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা গ্রাহকদের!

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে গ্যাসের সংযোগ পাওয়া এবং সিলিন্ডার পেতে বিশেষ আর্থিক সাহায্য করে কেন্দ্র। যারা এই কানেকশন পাবেন, তাদের একটাও টাকা দিতে হবে না। অর্থাৎ একেবারে বিনামূল্যে LPG গ্যাস কানেকশন সম্ভব হবে। উত্তরপ্রদেশের আমেঠি জেলাতেও প্রচুর সংখ্যক সুবিধাভোগী বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা নিচ্ছেন। তবে সেই সুবিধাভোগীদের কিছু বিষয়ে সচেতন থাকার জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁরা সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং বিনামূল্যে LPG গ্যাসের সুবিধা পাবেন না।

কী বলছেন জেলা সরবরাহ আধিকারিক?

তাই বিনামূল্যে LPG গ্যাস পাওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্প বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে যে, আধার প্রমাণীকরণ ছাড়া এবং প্রয়োজনীয় মানগুলি পূরণ না করলে সুবিধাভোগীকে এই প্রকল্পের কোনো সুবিধা দেওয়া হবে না। তাই এমতাবস্থায়, নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র অবিলম্বে পূরণ করতে হবে। তবেই বিনামূল্যে মিলবে এই পরিষেবা। জেলা সরবরাহ আধিকারিক শশীকান্ত বাবু জানিয়েছেন, ” একমাত্র সুবিধাভোগীদের আধার প্রমাণীকরণ সম্পূর্ণ হলেই তাঁরা বিনামূল্যে LPG-র সুবিধা পাবেন। এর জন্য জেলায় ব্যাপক জনসচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি অফিসে আধার প্রমাণীকরণও করা হচ্ছে। সুবিধাভোগীদের যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি, যাতে তাঁদের ১০০ শতাংশ সুবিধা দেওয়া যায়।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী কী নথি লাগবে?

কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গিয়েছে উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর মোবাইল নম্বর, বয়সের শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ডের ফটো কপি, বিপিএল কার্ড, বিপিএল তালিকায় নামের প্রিন্ট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্কের ফটোকপি এই নথিগুলি অবশ্যই লাগবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group