চন্দ্রভাগার পর সিন্ধু, বিতস্তার দুই প্রধান বাঁধে কমল জলের পরিমাণ! ভারতের চাপে কাঁদছে পাকিস্তান

Published:

Water levels drop in two dams in Indus, Vitsta as India suspends Indus Water Treaty
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Water Treaty) স্থগিত করায় একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা পাকিস্তানের! জল চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় উত্তর-পূর্বের প্রধান তিন নদী নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পাক কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিন্ধু এবং তার প্রধান উপনদী চন্দ্রভাগা ও বিতস্তার জলের ওপর নির্ভর করে পাকিস্তানের 80 শতাংশ কৃষিকাজ।

পাক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই চন্দ্রভাগার জলপ্রবাহ কমে গিয়েছে। সেই সাথে সিন্ধু ও বিতস্থা নদীতে অবস্থিত পাকিস্তানের প্রধান দুই বাঁধে জলস্তর কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলেই দাবি করছে পশ্চিমের দেশ।

পাকিস্তানের দুই বাঁধে জলের পরিমাণ অর্ধেক হয়েছে

সম্প্রতি পাকিস্তানের ইন্ডাস রিভার সিস্টেম অথরিটি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সিন্ধুর প্রধান উপনদী বিতস্তার ওপর মংলা জলধার ও সিন্ধুর ওপর তারবেলা জলাধারে সংরক্ষিত জল অনেকটাই কমে এসেছে। ওই পাক সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, দুই বাঁধে জলের পরিমাণ কমে একেবারে অর্ধেক হয়ে গিয়েছে।

আগে থেকেই চন্দ্রভাগার জলপ্রবাহ কমতে শুরু করেছিল। জানা যাচ্ছে, সব মিলিয়ে পাকিস্তানের ওই অঞ্চলে সার্বিকভাবে জলপ্রবাহ 21 শতাংশ কমেছে। যার জেরে মূলত পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথেই ওই দুই বাঁধে জলের পরিমাণ কমে আসায় জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও সমস্যায় পড়বে পাকিস্তান, এমনটাই দাবি বিশেষজ্ঞ মহলের।

বিরাট ক্ষতির মুখে পাকিস্তানের কৃষি

বর্তমানে গ্রীষ্মকালীন বীজ বপনের মরসুম চলছে পাকিস্তানে। ফলে এই মুহূর্তে অধিক জলের প্রয়োজন ও দেশে। কিন্তু ভারতের তরফে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করায়, জলের সরবরাহ কম হওয়ার কারণে চন্দ্রভাগায় আচমকা, জলপ্রবাহ ব্যাপক হারে কমেছে। এর ফলে খারিফ মরসুমে জলাধারে জলের ঘাটতি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও, বিশ্লেষকরা বলছেন জলের ঘাটতি আগামী দিনে প্রকট হলে পাকিস্থানের কৃষিকাজ ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

অবশ্যই পড়ুন: সভাপতি পদ থেকে সরছেন রজার বিনি, কে হচ্ছেন BCCI-র নতুন প্রধান? ঠিক হল নাম

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের জল এবং বিদ্যুৎ ডেভেলপমেন্ট অথরিটির একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, মাত্র দু’দিনে চন্দ্রভাগার জলপ্রবাহ অন্তত 91 হাজার কিউসেক কমেছে। মূলত চন্দ্রভাগা বা চেনাবেন জলপ্রবাহ কমে যাওয়ার নেপথ্যে ভারতের কড়া পদক্ষেপকে কাঠগোড়ায় তুলেছে পাকিস্তান। পাক সংস্থার তরফে বলা হয়েছে, ভারত পাকিস্তানের সাথে অন্যায় করেছে! আমাদের প্রাপ্য জল এভাবে বন্ধ করতে পারে না দিল্লি!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join