প্রীতি পোদ্দার, কলকাতা: জিলিপির প্যাঁচ যেন কিছুতেই কাটছে না। যত সময় এগোচ্ছে ততোই হরিয়ানার জনপ্রিয় ট্রাভেল ব্লগার তথা ইউটিউবার জ্যোতি মলহোত্রার (Jyoti Malhotra) জীবন কাহিনী আরও রহস্যময় হয়ে উঠেছে। একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে তদন্তকারীদের হাতে। এইমুহুর্তে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রার ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বেশ চর্চা চলছে। আর এই আবহেই সোশ্যাল মিডিয়ায় জ্যোতির সঙ্গে আরও এক বাঙালি ভ্লগারের কানেকশন উঠে এল।
জ্যোতির সঙ্গে নাম জুড়ল বাঙালি ভ্লগারের!
গত বছর নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আয়োজন করা ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন জ্যোতি। সেই পার্টির ভিডিয়ো নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে পাক হাই কমিশনের থেকে ‘বিশেষ আমন্ত্রণ’ পাওয়ার কথা জানিয়েছিলেন। আর তাই নিয়েই রীতিমত একের পর এক যোগসূত্র বের করে চলেছে পুলিশ। আর সেই তদন্তের মাঝেই উঠে এল এক বাঙালি ইউটিউবার তথা ভ্লগার সৌমিত ভট্টাচার্যের নাম। আদতে তিনি আসানসোলের বাসিন্দা। জ্যোতির মতোই তিনিও ট্রাভেল ভ্লগ করে থাকেন। পোস্ট করা এক ভিডিও-তেই কাশ্মীরে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়।
জ্যোতির সঙ্গে কাশ্মীর ভ্রমণ সৌমিতের
জানা গিয়েছে, গত বছর হাওড়ায় লোকসভা ভোটের দিন কলকাতায় এসেছিলেন ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তখন তাঁর কলকাতা দর্শনের সঙ্গী ছিলেন এই বাঙালি ভ্লগার সৌমিত। তখনই কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করেন তিনি। কাশ্মীর ভ্রমণের এই পরিকল্পনায় যোগদান করেছিল পুরীর আরেক ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। এরপর সৌমিতের ভ্লগ থেকেই জানা যায় কাশ্মীরের দুধপাথরিতেও তিনজন একসঙ্গেই ঘোরেন। তাই স্বাভাবিকভাবে পুলিশের নজরে রয়েছে এই দুই ভ্লগারও।
আরও পড়ুন: শুধু তথ্য পাচার নয়, পাক হাই-কমিশনের ইফতার পার্টিতেও ছিল জ্যোতি! খুলছে একের পর এক রহস্য
এদিকে ভ্লগার সৌমিত ভট্টাচার্যের সম্পর্কে পুলিশ জানিয়েছে তাঁর বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য, উলুবেড়িয়ার একটি কলেজের অধ্যক্ষ।এবং সৌমিতের মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।সেই সূত্রে বোঝাই যাচ্ছে সৌমিতের পরিবার বেশ উচ্চশিক্ষিত। এমনকি এখনও পর্যন্ত সৌমিতের কোন সন্দেহজনক কার্যকলাপ পুলিশের নজরে আসেনি বলে জানা গিয়েছে। অনেকে তাই সেই সূত্রে মনে করছে হয়ত ঘোরাঘুরির কারণে এবং দুজনের পেশা এক থাকার কারণে জ্যোতি-প্রিয়াঙ্কাদের সঙ্গে আলাপ তাঁর। গোটা বিষয় নিয়ে জোরকদমে ময়দানে নেমেছে পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |