সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত বাংলাদেশের সীমান্তকে (India Bangladesh) ঘিরে ফের উত্তেজনা। চিকেন নেক (Chicken Neck) নিয়ে এবার বিরাট দাবি করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্যে স্পষ্ট, কোনও হামলার চেষ্টা করা হলে ভারত আর চুপ করে বসে থাকবে না। বরং পাল্টা জবাব দেওয়া হবে। তাও দ্বিগুণ শক্তি ব্যবহার করে।
হামলা চলবে বাংলাদেশের চিকেন নেকে
এদিন এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের একটা চিকেন নেক রয়েছে। আর বাংলাদেশের দুটো। যদি ওরা আমাদের চিকেন নেকে হামলা চালায়, তাহলে আমরা ওদের দুটো চিকেন নেকেই হামলা চালাবো। প্রসঙ্গত বাংলাদেশের একটা চিকেন নেক রয়েছে মেঘালয়ের পাশে, আরেকটা রয়েছে চট্টগ্রামে, যেটা আরও সংকীর্ণ। তিনি বলেছেন, মাত্র একটা ফোনেই ওটা গুঁড়িয়ে যেতে পারে।
আর এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে, ভারতের ভূখণ্ডে কোনও কৌশলগত কার্যকলাপ করতে আসলে ভারত কোনোভাবে চুপ করে বসে থাকবে না। ভারতের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক বরাবরই কৌশলগতভাবে সাজানো। আর সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট এলাকায় চিনা সহায়তায় বায়ুসেনা ঘাঁটি নির্মাণের খবর এই উত্তেজনায় যেন আরও ঘি ঢেলেছে।
আরও পড়ুনঃ কাশ্মীরে লুকিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি! আঁচ পেতেই অভিযানে সেনাবাহিনী, চলছে গুলির লড়াই
নতুন হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
এদিকে ভারত সরকার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগকে আরো সংকীর্ণ করতে শিলং থেকে শিলচর পর্যন্ত 166.8 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের সবুজ সংকেত দিয়েছে। আর এই প্রকল্প একবার বাস্তবায়িত হলে শিলিগুড়ি করিডরের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। আর একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতে পরিবহন ব্যবস্থার নয়া দিগন্ত খুলে যাবে।
প্রসঙ্গত হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও বলেছেন, অপারেশন সিঁদুরের পর সারা বিশ্ববাসী বুঝে গিয়েছে ভারতের শক্তি ঠিক কতটা। আর আমি পরমাণু শক্তির প্রসঙ্গ আনছিই না। তার আগে যদি বাংলাদেশে আমাদেরকে আক্রমণের কথা ভাবে, তাহলে তাদের দ্বিতীয়বার জন্ম নিতে হবে। আর ওরা তো এমনিই ছোট দেশ, ভারতের সঙ্গে তুলনা মানেই লজ্জার ব্যাপার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |