ভেঙেছে পাক বায়ুসেনার কোমর! ৪ দিনের সংঘাতে কতটা ক্ষতি পাকিস্তানের? প্রকাশ্যে হিসেব

Published:

What damage did the Pakistan Air Force suffer in the India-Pakistan conflict check
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে সংঘাতে (India-Pakistan Conflict) জড়িয়ে কার্যত সবদিক থেকেই ঘাড় ধাক্কা খেয়েছে পাকিস্তান! দিল্লির বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে ইসলামাবাদ। পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতের কড়া জবাবে গুঁড়িয়ে গিয়েছে একাধিক পাক জঙ্গিঘাঁটি। মৃত্যু হয়েছে শতাধিক সন্ত্রাসীর। তবে ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতেও পিছুপা হয়নি পাকিস্তান।

আর তাতেই ভারতীয় ক্ষেপণাস্ত্রের জোরে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল পাক যুদ্ধাস্ত্রের। জানা যায় চার দিনের ওই সংঘাতে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় এসে ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানি বায়ুসোনার। সম্প্রতি সন্ত্রাসবাদের আশ্রয়দাতার সেই ক্ষতির তালিকাও প্রকাশ্যে এসেছে।

ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানের ক্ষতির তালিকা

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনের দাবি করেছে, ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান, দুটি উচ্চ মানের নজরদারি বিমান, একটি C-130 পরিবহন বিমান ও 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি মানবহীন বিমানও গুঁড়িয়ে দিয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, গত মাসে চার দিনব্যাপী সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর 6টি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামিয়ে আনে ভারতীয় ডিফেন্স সিস্টেম। জানা যায়, খুব সম্ভবত পাকিস্তানের Airborne Early Warning Or Control Aircraft বিমানগুলিকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে আঘাত করে মাটিতে নামিয়ে এনেছে সুদর্শন ক্ষেপণাস্ত্র।

প্রমাণ দিয়েছে রাডারও

জানা গিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভিজুয়াল থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে পাকিস্তানি যুদ্ধবিমানগুলি ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাত পাওয়ার পর হঠাৎই অদৃশ্য হয়ে যায়। শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা গেল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতীয় ড্রোনের আঘাতে পাক বায়ুসেনার C-130 যুদ্ধবিমানটিও পুরোপুরি ধ্বংস করা গিয়েছে।

অবশ্যই পড়ুন: KKR থেকে বেরিয়ে গিয়েও পেলেন না সাফল্য! হম্বিতম্বিই সার হল শ্রেয়সের?

এই কারণে সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল পাকিস্তান

একাধিক রিপোর্ট ও পাক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার আক্রমণে এক প্রকার কোণঠাসা অবস্থা হয়েছিল পাকিস্তানের। ভারতীয় ড্রোনের আঘাতে গুঁড়িয়ে গিয়েছিল পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি। এছাড়াও ভারতীয় বায়ু সেনা ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে তথ্য দেওয়া হয়েছিল, জানা যায় তার থেকে বেশি এলাকায় আক্রমণ চালিয়েছে ভারত। আসলে পাকিস্তানের একেবারে ভেতরে ঢুকে একাধিক পাক ভূখণ্ডে জোরালো আঘাত হানে দিল্লি! মনে করা হচ্ছে, মূলত সেই কারণেই তড়িঘড়ি সংঘর্ষবিরতির আবেদন জানায় নির্লজ্জ পাকিস্তান!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join