বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই তাঁর উত্তরসূরি ঠিক করে দিয়েছেন। আর সেই সূত্র ধরেই দেশের 52 তম প্রধান বিচারপতি হতে চলেছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই (BR Gavai)। শীর্ষ আদালতের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার সুপারিশ অনুযায়ী, আগামী মে মাসেই নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে পারেন জাস্টিস গাভাই।
শীঘ্রই অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি খান্না
সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্না আগামী 13 মে অবসর নিতে চলেছেন। ফলত, সেই শূন্যস্থান পূরণ করতেই তড়িঘড়ি উত্তরসূরির নাম ঠিক করে দিলেন জাস্টিস খান্না নিজেই। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পথে হেঁটেই তাঁর অবসরের পরের দিন অর্থাৎ 14 মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অভিষেক হতে পারে ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের।
গাভাইয়ের মেয়াদ
বেশ কয়েকটি রিপোর্ট মারফত যা খবর, আগামী 14 মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে গাভাইয়ের পথচলা শুরু হলে তা খুব সম্ভবত আগামী নভেম্বর পর্যন্তই হবে। কারণ, চলতি বছরের নভেম্বর পর্যন্ত তাঁর অবসরের মেয়াদ রয়েছে। ফলত, নির্ধারিত নিয়ম মেনেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে 6 মাস সময় কাটাবেন বিচারক গাভাই।
কে এই ভূষণ রামকৃষ্ণ গাভাই? Who IS BR Gavai?
1960 সালের 24 নভেম্বর অমরাবতীতে জন্ম হয় সুপ্রিম কোর্টের সম্ভাব্য প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের। আইনজীবী হিসেবে হিসেবে পথচলা শুরু 1985-র মার্চে। রিপোর্ট অনুযায়ী, 1987 সাল পর্যন্ত তিনি হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ও বিচারক হিসেবে কাজ করেছেন।
পরবর্তীতে 1987 থেকে 1990 সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। এরপর দীর্ঘ অনুশীলন শেষে 1992 থেকে 1993 সাল অর্থাৎ 1 বছর বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সহকারি সরকারি আইনজীবী ও অতিরিক্ত সরকারি আইনজীবী হিসেবে কাজ চালিয়ে গিয়েছেন।
এরপর একেবারে 2000 সালের গণ্ডিতে পা রেখে নাগপুর বেঞ্চে সরকারি আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন গাভাই। তারপরই আসে সেই মুহূর্ত, 2003 সালে দীর্ঘ পথ হেঁটে শেষমেষ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন গাভাই। এই পদোন্নতির ঠিক দু বছরের মধ্যে অর্থাৎ 2005 সালের 12 নভেম্বর তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত করে বোম্বে হাইকোর্ট।
বলা বাহুল্য,বোম্বে হাইকোর্টের দায়িত্ব পালনের পাশাপাশি নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চের সভাপতিত্ব করার অভিজ্ঞতা রয়েছে গাভাইয়ের। নিজের দীর্ঘ কেরিয়ারে প্রতিমুহূর্তে দক্ষতার প্রমাণ দিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার অপেক্ষায় গাভাই।
অবশ্যই পড়ুন: বন্ধুত্বের মূল্য চোকাতে হবে পাকিস্তানকে! কোটি কোটি ডলার আদায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
উল্লেখ্য, 2019 সালে প্রথমবারের জন্য বোম্বে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নীত হন গাভাই। এরপর থেকে প্রতিমুহূর্তে নিজের বিচারক সত্তার পরিচয় দিয়েছেন তিনি। শেষমেষ আগামী 14 মে দেশের 52 তম প্রধান বিচারপতি হওয়ার পথে হাঁটছেন সঞ্জীব খান্নার প্রিয় পাত্র। সিংহভাগেরই দাবি, সুপ্রিম কোর্ট গাভাইয়ের এই নিয়োগ ভারতীয় বিচারব্যবস্থার এক নতুন অধ্যায় লিখবে।