Indiahood-nabobarsho

মোদীর হনুমান, যে মধ্যরাতে পাকিস্তানের লঙ্কায় লাগায় আগুন! কার বুদ্ধিতে অপারেশন সিঁদুর?

Published on:

Who named Operation Sindoor? Why such a name? Check it out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আরও একবার খেল দেখালো ভারতীয় বায়ুসেনা (Operation Sindoor)। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সন্ত্রাসীদের শায়েস্তা করেছে ভারত। ভারতের এই অতর্কিত হামলায় গুঁড়িয়ে গিয়েছে 9টি জঙ্গি ঘাঁটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০ জনেরও বেশি পাকিস্তানি সন্ত্রাসীর। জঙ্গি দমনে ভারতের এই বিরাট পদক্ষেপ এখন বিশ্বের দরবারে আলোচিত হচ্ছে, তবে যে নাম নিয়ে পাকিস্তানের বুকে আঘাত করল ভারত, সেই অপারেশন সিঁদুর নামকরণ কে করেছিল জানেন? কেনই বা এই স্ট্রাইকের নাম দেওয়া হল অপারেশন সিঁদুর? নেপথ্যে কোন গল্প?

কার বুদ্ধিতে পাকিস্তানে আঘাত হানল ভারত?

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের ঘুম কেড়ে নেয় ভারতীয় বায়ু সেনা। যুদ্ধ বিমান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে দিল্লি। কিন্তু কার তত্ত্বাবধানে পাকিস্তানে হামলা শানালো ভারতীয় বায়ুসেনা? প্রাপ্ত তথ্য অনুযায়ী, পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাব হিসেবে পাকিস্তানকে ক্ষমতা বোঝাতে গতকাল মধ্যরাতে অপারেশন সিঁদুরের নির্দেশ অর্থাৎ কমান্ড দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যিনি সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হনুমান হিসেবে পরিচিত। জানা যায়, অজিত ডোভালই পাকিস্তানের বুকে আঘাত হানার কমান্ড দিয়েছিলেন। এই অপারেশন সিঁদুর তাঁরই মস্তিষ্কপ্রসূত। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ভারতের এমন ভয়ানক হামলায় ইতিমধ্যেই গুঁড়িয়ে গিয়েছে 9 জঙ্গি ঘাঁটি। সেই সাথেই আস্তানায় উপস্থিত থাকা 90 জনেরও বেশি জঙ্গির মৃত্যুর বিষয়ে আশাবাদী অনেকেই। তবে সূত্র যা বলছে, ভারতের জোরালো অভিযানে এখনও পর্যন্ত 30 জনেরও বেশি পাকিস্তানি সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই খবর।

হামলার নীল নকশা তৈরি হয়েছিল কার হাতে?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিশ্বস্ত আধিকারিক তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতেই জঙ্গি দমনের নীল নকশা তৈরির দায়িত্ব ছিল। জানা যায়, তিনিই এই গোটা প্রত্যাঘাতের চিত্রনাট্য তৈরি করেছিলেন। গোটা রাত চোখের পাতা এক না করে নতুন নতুন পরিকল্পনা তৈরি করছিলেন ডোভাল। তবে ছক কষলেও প্রতি মুহূর্তে খবর যাচ্ছিল প্রধানমন্ত্রী মোদির কাছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুরের অনুমতি নিয়েই পাকিস্তানে ভয়াবহ অভিযান শুরু করেন ডোভাল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র জঙ্গি দমনের লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

অপারেশন সিঁদুরের নামকরণ কে করেছেন?

অপারেশন সিঁদুরের গল্প জানতে হলে পিছিয়ে যেতে হবে 22 এপ্রিলের পহেলগাঁওয়ে। এদিন কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে বেছে বেছে অমুসলিম পর্যটকদের হত্যা করে পাক মদদপুষ্ট সন্ত্রাসীরা। একেবারে পরিবারের সামনে পুরুষ পর্যটকদের গুলি করে নিকেশ করে তারা। জানিয়ে রাখি, এদিন ভারতীয় পর্যটকদের হত্যা করা হয়েছিল তাঁদের স্ত্রী ও পরিবারের সামনেই। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, মূলত ভারতীয় নারীদের সিঁদুরের দাম দিতেই এই অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর।

অবশ্যই পড়ুন: এয়ারপোর্টে তালা, বন্ধ আকাশসীমা! ভারতীয় সেনার ভয়ে তটস্থ পাকিস্তান

সহজ ভাষায় বলতে গেলে, নিজেদের প্রিয়জনকে হারানোর পাশাপাশি সিঁথির সিঁদুরও হারিয়েছিলেন নারীরা। আর সেই বদলা নিতেই পাকিস্তানের বুকে হওয়া এয়ার স্ট্রাইকের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। জানলে অবাক হবেন, এই অপারেশন সিঁদুর নামটি অন্য কেউ নন, বরং ঠিক করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group