সৌভিক মুখার্জী, কলকাতাঃ একদিকে বাজারে সোনার চাহিদার রেকর্ড বৃদ্ধি, আর এর মধ্যেই ভারত লাগাতার সোনা কিনে চলেছে। ২০২৫ সালের খুচরো বাজারে সোনার দাম প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করে দিয়েছে। তবে ভারত এতে দমে থাকেনি। এরই মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) বিপুল পরিমাণে সোনা সংরক্ষণ করছে, যা বাজারে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। তবে এত সোনা কেনার কারণ কী? নতুন কিছু পরিকল্পনা করছে ভারত সরকার? চলুন বিস্তারিত জেনে নিই।
ট্রাম্পের শুল্কনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিবর্তন
এই বছর ২০ই জানুয়ারি তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার ফিরে তিনি একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছেন, যা আন্তর্জাতিক বাণিজ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিশেষত মেক্সিকো এবং কানাডার উপর নতুন শুল্ক আরোপের কারণে তাদের বাণিজ্যিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
ফেব্রুয়ারির গোড়াতেই ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫% শুল্ক চাপিয়ে দিয়েছে। যার ফলে বিশ্বের বাজারে সোনার চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। ভারতীয় শেয়ার বাজারেও এর প্রভাব পড়ছে। সেনসেক্স ও নিফটি তো তলানিতে ঠেকতে শুরু করেছে। তাই এখন বিনিয়োগকারীরা সোনাকেই সুরক্ষিত বলে মনে করছে এবং এর জন্যই হু হু করে বাড়ছে সোনার দাম।
RBI-এর এত সোনা কেনার কারণ কী?
সাধারণত কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়াতে মার্কিন ডলার, ইউরো বা অন্যান্য শক্তিশালী মুদ্রা সংরক্ষণ করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিপুল পরিমাণে সোনা কিনছে। আসলে এর পিছনে কারণ কী?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক বৈদেশিক মুদ্রার ভান্ডারকে আরো শক্তিশালী করতে সোনা সংরক্ষণ করছে। তিনি বলেন, “ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও গড়ে তোলার জন্যই সোনা সংরক্ষণ করা হচ্ছে।”
এখানেই শেষ নয়। ২০২৪ সালে RBI অতিরিক্ত ৭২.৬ টন সোনা মজুদ করে রেখেছে, যা আগের তুলনায় চারগুণ বেশি। ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে সোনার বাজার মূল্য ছিল সরবচ্চ ৭,০৮৯ কোটি মার্কিন ডলার। শুধু তাই নয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সোনা সংরক্ষণকারী দেশগুলির মধ্যে ১০ নম্বরে রয়েছে।
সোনা কি ভবিষ্যতে লেনদেনের মাধ্যম হতে চলেছে?
সোনার বিপুল চাহিদা বৃদ্ধির ফলে বাজার বিশেষজ্ঞদের মনে এখন একটাই প্রশ্ন- তবে কি ভারত ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হিসেবে সোনাকে পরিকল্পনা করছে? এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি লোকসভায় প্রশ্ন তোলেন, “ভারত কি তবে ভবিষ্যতে মার্কিন ডলারের পরিবর্তে সোনা ব্যবহারের উপর জোর দিচ্ছে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রশ্নের উত্তরে বলেন, “এটি সম্পূর্ণ ভুল ধারণা। আন্তর্জাতিক বাণিজ্যে ডলার বা অন্যান্য মুদ্রার পরিবর্তে সোনার ব্যবহারের কোনরকম পরিকল্পনা নেই। তবে বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী করার জন্য সোনার মজুদ বাড়ানো হচ্ছে।”
আরও পড়ুনঃ DA, DR নিচ্ছে আবার করছে ব্যবসাও! সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল নবান্ন
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ডলারের প্রভাব কমাতে সোনার বড় ভূমিকা থাকতে পারে। যদিও ভারত সরকার সোনা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করার কথা অস্বীকার করেছে। তবে RBI যে হারে স্বর্ণভান্ডার বাড়িয়ে চলেছে তা থেকে স্পষ্ট যে, ভবিষ্যতে সোনাকেই ভারত নিরাপদ বিকল্প হিসেবে দেখছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |