সহেলি মিত্র, কলকাতা: বৌদি-দেওরের প্রেমের সম্পর্কের কথা তো আকচার শুনে থাকবেন। কিন্তু কখনও শুনেছেন ননদের সঙ্গে বৌদির প্রেমের সম্পর্ক? আর সেই সম্পর্কের টানে সুখের সংসার ছেড়ে ননদের সঙ্গে পালাল গৃহবধূ। বাড়িতে পড়ে রইল স্বামী ও ৫ বছরের শিশু। এমনই চাঞ্চল্যকর খবর উঠে আসছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে।
ননদের সঙ্গে পালাল গৃহবধূ
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের মাইহার জেলা থেকে এক অস্বাভাবিক ঘটনা সামনে এসেছে, যেখানে এক স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে তার খুড়তুতো বোনের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। অমরপাটনের বাসিন্দা আশুতোষ বনসাল পুলিশকে জানিয়েছেন যে তার স্ত্রী সন্ধ্যা তার খুড়তুতো বোন মানসীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে সন্ধ্যা এবং মানসির মধ্যে বন্ধুত্বের চেয়েও গভীর সম্পর্ক ছিল, যা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে নিশ্চিত হওয়া গেছে।
আশুতোষ প্রায় সাত বছর আগে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সন্ধ্যাকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি ছেলেও রয়েছে। ২০২২ সালে, আশুতোষ পড়াশোনার জন্য জব্বলপুরে চলে আসেন, যেখানে তার খুড়তুতো বোন মানসী তাদের বাড়িতে আরও ঘন ঘন আসা-যাওয়া শুরু করেন।
পুলিশের তদন্ত শুরু
ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের কারণে তাদের বন্ধুত্বের মধ্যে কেউই অস্বাভাবিক কিছু সন্দেহ করেনি। তবে, ১২ আগস্ট সন্ধ্যা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। পরে তাকে জব্বলপুর রেলওয়ে স্টেশনে খুঁজে পাওয়া যায় এবং কিছুক্ষণের জন্য তার স্বামী ও ছেলের সাথে দেখা হয়। কিন্তু ২২শে আগস্ট সন্ধ্যা আবার নিখোঁজ হয়ে যায়, এবার তার মোবাইল ফোন রেখে যায় এবং তারপর থেকে আর ফিরে আসেনি।
স্ত্রীর দীর্ঘ অনুপস্থিতিতে বিরক্ত হয়ে আশুতোষ তার স্ত্রীর ফোনটি খোঁজা শুরু করেন। সন্ধ্যা এবং তার খুড়তুতো বোন মানসীর মধ্যে প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া হোয়াটসঅ্যাপ পাওয়ার পর তার মাথা ঘুরে যায়। তখন সন্দেহ করা হয় যে দুই মহিলা পালিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি সূর্যকান্ত শর্মা বলেন, ‘আশুতোষ জব্বলপুর গ্রামীণ এলাকার ঘাম্পৌর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’