গরমের ছুটির পর ফের একটানা হলিডে? বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস

Published on:

Government Holiday

প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহান্তে ‘উইকএন্ড’ ভাইবস্ থাকে সকলের মনে। প্রতিদিনের দীর্ঘ ব্যস্ততা এবং ক্লান্তি বোধ কাটাতে হাতে পরে থাকে শনি ও রবি এই দুটি দিন। যদিও কোথাও কোথাও শনিবার অর্ধেক অফিস। ফলে ছুটির আমেজ রয়েছেই।মন সতেজ রাখতে তাই অনেকেই ছোটো খাটো ট্যুর প্ল্যান করে ফেলে। তবে এই অবস্থায় শোনা যাচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার নাকি ছুটি পড়তে হলেছে। সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোমবার থাকবে সরকারি ছুটি?

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ৬ জুলাই, রবিবার মহরম পালিত হওয়ার কথা। মহরম হল ইসলামিক ক্যালেন্ডারের শুরুর দিন। ইসলামিক নববর্ষের সূচনার দিন। মহরম উপলক্ষ্যে বেশকিছু জায়গার স্কুল কলেজ, ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে এই মহরম নির্ভর করে আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখার উপর।

সেক্ষেত্রে যদি এক দিন পরে চাঁদ দেখা যায়, তাহলে মহরম পালিত হতে পারে আগামী ৭ জুলাই অর্থাৎ সোমবার। যার দরুন এখন প্রশ্ন উঠছে মহরম ৬ জুলাই নাকি ৭ জুলাই পালিত হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নজরে রাখতে হবে সরকারি ওয়েবসাইট!

এদিকে মহরমের ছুটি নিয়ে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অফিসিয়াল নোটিস আসেনি। অর্থাৎ রাজ্য সরকার এবং জেলা শিক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরেই এখন বিষয়টি নির্ভর করছে। মূলত চাঁদ দেখা যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই অফিশিয়াল স্কুল কমিউনিকেশনসের মাধ্যমে আপডেটেড থাকতে হবে অভিভাবকদের এবং রাজ্য শিক্ষা দফতরের ওয়েবসাইটেও নজর রাখতে হবে।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডারা

বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা

অন্যদিকে মহরমের ছুটি সোমবার ঘোষণা হলে উত্তর প্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সোমবার ব্যাঙ্কের লেনদেন বন্ধ থাকতে পারে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আর্থিক লেনদেন চালু থাকবে। কারণ ATM এবং UPI পেমেন্ট চালু থাকবে। তাই নির্দ্ধিধায় থাকুন সকলে এবং আপডেটেড থাকার জন্য নজর রাখুন রাজ্য সরকারের ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group