শ্বেতা মিত্র, কলকাতা: রেশন কার্ড (Ration Card) ধারীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনিও যদি সরকারের কাছ থেকে ফ্রিতে হোক কিংবা এমনি রেশন পেয়ে থাকেন তাহলে একটি জরুরি কাজ আপনাকে করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনি যদি কাজটি না করেন তাহলে আর রেশন পাবেন না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, আপনার রেশন কার্ড অবধি বাতিল হয়ে যেতে পারে। বুঝতে পারছেন না কী করতে হবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
১৫ ফেব্রুয়ারি থেকে মিলবে না রেশন?
আপনার হাতে আর মাত্র ১৫ ফেব্রুয়ারির দিনটা আছে। তারপর একটি বিশেষ কাজ না করলে রেশন পাবেন না। আর এর জন্য সরকারের তরফে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে। আসলে রেশন কার্ডের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে সরকার। আপনি যদি ই-কেওয়াইসি না করেন, তাহলে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালের পর আপনি আর রেশন কার্ড পাবেন না।
খাদ্য ও সরবরাহ বিভাগ রেশন কার্ড ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের সময়সীমা নির্ধারণ করেছে। কেউ যদি এটি না করেন তাগলে এর পর থেকে বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন।
E-KYC কী?
ই-কেওয়াইসি হল একটি ইলেকট্রনিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। এর পূর্ণরূপ হল – আপনার গ্রাহককে জানুন বা ‘Know Your Candidate।’ ই-কেওয়াইসি হল একটি ডিজিটাল প্রক্রিয়া যা ব্যবহারকারীর পরিচয় যাচাই করে। এতে আধার কার্ড ব্যবহার করা হয়। এর সাহায্যে, বায়োমেট্রিক বা OTP ভিত্তিক যাচাইকরণ করা হয়।
এভাবে করুন E-KYC
১) এর জন্য, প্রথমে আপনাকে Mera Ration 2.0 অ্যাপটি দেখতে হবে। এর সাহায্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।
২) প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।
৩) এর পরে আপনাকে Mera Ration 2.0 অ্যাপটি সার্চ করতে হবে। তারপর এটি ইনস্টল করতে হবে।
৪) এর পরে, আপনাকে মোবাইল নম্বর লিখতে হবে এবং তারপর ক্যাপচা কোড লিখতে হবে।
৫) তারপর আপনাকে OTP লিখতে হবে, যা আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আসবে। এর পরে এটি জমা দিতে হবে।
৬) এর পরে আপনাকে “পরিবারের বিবরণ পরিচালনা করুন” বিকল্পে ক্লিক করতে হবে।
৭) এর পরে, প্রয়োজনীয় তথ্য প্রবেশ করতে হবে এবং ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
৮) এর পরে আপনাকে submit বাটনে ক্লিক করতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |