ভারতকে আটকাতে পারব না! সিন্ধু জল চুক্তি নিয়ে হাত তুলে নিল বিশ্বব্যাঙ্ক, শুকিয়ে মরবে পাকিস্তান

Published:

World Bank will not interfere in India's decision on Indus Water Treaty
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1960 সালে করাচিতে পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) বহু আগেই বাতিল করেছে ভারত। যার জেরে একেবারে রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। এমনিতেও ভারতীয় মিসাইল ঠেকানো তো দূর, উল্টে নিজের দেশে অস্থিরতা নিয়ে একেবারে নাজেহাল দশা কাঙাল পাকিস্তানের। তার ওপর সিন্ধু ও তার বেশ কিছু উপনদীর জল বন্ধ হওয়ায় একেবারে শিরেসংক্রান্তি পাক সরকারের। এমতাবস্থায়, ভারতের সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে বিবৃতি জারি করল বিশ্ব ব্যাঙ্ক।

ভারতকে আটকানোর সাধ্য নেই বিশ্ব ব্যাঙ্কের!

বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হলেও দিল্লির সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে না কেউই। ভারত-পাক চলমান সংঘর্ষের মাঝে সদ্য বিবৃতি জারি করেছে বিশ্ব ব্যাঙ্ক। মূলত সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে, বিশ্ব ব্যাঙ্কের সভাপতি অজয় বঙ্গ স্পষ্ট করে জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে সিন্ধু জল বন্টন চুক্তিতে বিশ্ব ব্যাঙ্ক শুধুমাত্র সহায়ক ও মধ্যস্থতার ভূমিকায় ছিল। এই চুক্তিতে সাম্প্রতিক অচলাবস্থা সমাধানে তারা কোনও রকম হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ, ভারতকে আটকানোর কোনও ক্ষমতা নেই বিশ্ব ব্যাঙ্কের।

বিশ্ব ব্যাঙ্কের হস্তক্ষেপ নিয়ে শুরু হয়েছিল জল্পনা

কাশ্মীরের মাটিতে 26 জন নিরাপরাধ ভারতীয়কে হত্যা করে পাক মদদপুষ্ট জঙ্গিরা। আর এই ঘটনার পর সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের সাথে যাবতীয় ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করে ভারত। বাতিল করা হয় সিন্ধু জল বন্টন চুক্তি। যদিও দিল্লির এমন সিদ্ধান্তের পর সেদেশ থেকে একাধিক পরমানু হুমকি এসেছে, তা সত্ত্বেও নিজ অবস্থানে একেবারে অটল কেন্দ্র। এহেন আবহে, প্রশ্ন উঠেছিল বিশ্ব ব্যাঙ্কের ভূমিকা নিয়ে। বলা হয়েছিল, খুব শীঘ্রই বিশ্ব ব্যাঙ্ক এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। তবে সেই সম্ভবনা আপাতত উড়িয়ে দিলেন আন্তর্জাতিক ব্যাঙ্কটির সভাপতি অজয় বঙ্গ।

সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভুত বিশ্ব ব্যাঙ্কের সভাপতি অজয় জানিয়ে দিলেন, আমাদের ভূমিকা শুধুমাত্র মধ্যস্থতার। সম্প্রতি সংবাদমাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে সিন্ধু জল বন্টন চুক্তিতে বিশ্ব ব্যাঙ্কের হস্তক্ষেপ নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশ্ব ব্যাঙ্ক এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

অবশ্যই পড়ুন: সিনিয়র দলের শক্তি বাড়াতে মোহনবাগানের ভরসা এই দুই তরুণ ফুটবলার! বাড়ানো হবে চুক্তি

সিন্ধু চুক্তি বাতিল হওয়ায় বিরাট ক্ষতি হচ্ছে পাকিস্তানের

1960 সালের সেপ্টেম্বরে সেদেশের করাচিতে স্বাক্ষরিত হওয়া ভারত-পাক সিন্ধু জল বন্টন চুক্তিতে মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাঙ্ক। এই স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারতের সিন্ধু নদ ও তার উপনদী গুলির জল পেয়ে থাকে পাকিস্তান। জানিয়ে রাখি, পাকিস্তানের কৃষি ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই এই সিন্ধু নদের জলের ওপর নির্ভরশীল।

এহেন আবহে প্রত্যাঘাত হিসেবে সিন্ধু জলচুক্তি বাতিল করায় পশ্চিম দিকের দেশে জল সঙ্কট বিরাট আকার ধারণ করেছে। তাছাড়াও সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতের কড়া সিদ্ধান্তের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের কৃষি ব্যবস্থা। যা মূলত সেদেশের অর্থনীতি বা জিডিপির অন্তত 20 শতাংশেরও বেশি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join