প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গতকাল ছিল আন্তর্জাতিক সুখ দিবস। প্রতি বছর ২০ মার্চ দিনটিকে গোটা বিশ্ব জুড়ে পালন করা হয়ে থাকে। আর এই দিনেই ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স’ বা ‘বিশ্বের সুখ-সূচক’ (World Happiness Report 2025) প্রকাশ করে থাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এবারেও তা অন্যথা হয়নি। ১৪০টিরও বেশি দেশের বাসিন্দাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে জীবনযাত্রার মান মূল্যায়ন করে এই তালিকাটি তৈরি করা হয়ে থাকে। আর এই তালিকার সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে থাকে সামাজিক সহায়তা, স্বাস্থ্য, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি এবং জিডিপি-র মতো বিভিন্ন বিষয়।
এছাড়াও সুখ সূচকের তালিকা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকদের কাছে দৈনন্দিন জীবনযাপন কেমন, তা জানতে চাওয়া হয়। সে দেশের মানুষজন গোষ্ঠীবদ্ধ জীবনে অভ্যস্ত কি না, একসঙ্গে খাবার ভাগ করে খায় কি না, বিপদে একে অপরের পাশে দাঁড়ায় কি না, তা গুরুত্ব সহকারে দেখা হয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন দেশের স্থান কত নম্বরে। ভারতই বা কত নম্বরে রয়েছে।
পরপর ৮ বার রেকর্ড গড়ল ফিনল্যান্ড
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাপী সবচেয়ে সুখী দেশ হিসেবে এবারেও ফিনল্যান্ড শীর্ষস্থান নিশ্চিত করেছে। টানা আট বছর সবচেয়ে সুখী দেশ হিসেবে প্রথম স্থানেই রয়েছে এই দেশ। ০-১০ নম্বরের মূল্যায়নে ফিনল্যান্ড এর চিত্তাকর্ষক গড় ৭.৭৪। এরপরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডস। অন্যদিকে আশ্চর্যজনকভাবে, কোস্টারিকা এবং মেক্সিকো প্রথম দশের মধ্যেই রয়েছে। ব্রিটেন এবং আমেরিকা রয়েছে ২৩ ও ২৪ তম স্থানে। সবমিলিয়ে এই বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের মধ্যে প্রথম দশটি দেশ হল ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইজরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো।
ভারতের স্থান কত নম্বরে?
গত বছর অর্থাৎ ২০২৪ সালে সুখী দেশের তালিকায় ১২৪ নম্বর স্থানে ছিল ভারত। তবে এবার ভারতের উন্নতি হয়েছে। চলতি বছর ভারত ১১৮ নম্বরে উঠে এসেছে। তবে ভারতকে টপকে এক্ষেত্রে এগিয়ে এসেছে পাকিস্তান। তালিকায় স্থান রয়েছে ১০৯ নম্বরে। উল্লেখযোগ্য বিষয় হল ইউক্রেন, মোজাম্বিক, ইরাক, ইরান, প্যালেস্টাইন, কঙ্গো, উগান্ডা এই তালিকায় ভারতের আগে রয়েছে। অন্যদিকে ভারতের আরও দুই পড়শি দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে যথাক্রমে ১৩৩ এবং ১৩৪ নম্বর স্থানে। এছাড়াও তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে চিন। ৬৮ নম্বর স্থান দখল করেছে।
আরও পড়ুনঃ RCB-র ম্যাচের আগেই বড় আপডেট! KKR-এ খেলা ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছেন LSG-তে?
তবে তালিকায় সবচেয়ে অসুখী দেশ হিসেবে শীর্ষে রয়েছে আফগানিস্তান। এর পরেই রয়েছে সিয়েরা লিওন এবং লেবানন। এই দুই দেশ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। এই দেশগুলি সংঘাত, দারিদ্র্য এবং সামাজিক অস্থিরতা সহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সেই কারণেই সুখ-সূচকের তালিকায় তাদের ঠাঁই হয়নি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |