প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। তাইতো যাত্রীদের সুবিধার্থে প্রত্যেক দিন কয়েক হাজার ট্রেনও বেশ চলছে। এবং সেই কারণে ভারতীয় রেলকে দেশের পরিবহন ব্যবস্থায় মেরুদন্ড বলা হয়ে থাকে। কিন্তু ট্রেনে চড়লেও আমরা এই ট্রেনের সম্পর্কে অনেক কিছুই জানিনা। এমনকি ভারতে সবচেয়ে বড় বা বিশ্বের কোন প্ল্যাটফর্মটি দীর্ঘতম (Longest Railway Platform) তার উত্তর দিতে গিয়ে আমাদের অনেকটা সময় নিয়ে ভাবতে হবে। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিশ্বের দীর্ঘতম স্টেশন ভারতে!
রেল সূত্রে জানা গিয়েছে ভারতীয় রেল ৭,৩০৮টিরও বেশি স্টেশন পরিচালনা করে যা প্রতিদিন প্রায় ১৩,০০০ ট্রেন এবং ২০ মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে। সেই কারণে ভারতীয় রেল সরকারের রাজস্বের অন্যতম বৃহৎ উৎস। প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে বিভিন্ন এক্সপ্রেস যাতায়াত করে বিভিন্ন স্টেশন দিয়ে। তবে এই স্টেশনগুলির মধ্যে সবচেয়ে বড় অথবা দীর্ঘতম প্ল্যাটফর্ম হল কর্ণাটকের হুব্বলির শ্রী সিদ্ধারূধা স্বামীজি হুব্বলি স্টেশন। যা কর্ণাটকের অন্যতম ব্যস্ত স্টেশন। মূলত, এই স্টেশনটি হুবলিকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই এবং গোয়ার সঙ্গে যুক্ত করে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এই প্ল্যাটফর্মের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।
খড়গপুরকে ছাপিয়ে গিয়েছে গোরক্ষপুর জংশন
২০২৩ সালের ১২ মার্চ পর্যন্ত এই হুব্বলি স্টেশনটি বিশ্বের দীর্ঘতম স্টেশনটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের তরফে জানা গিয়েছে যে, এই এক্সপ্রেসওয়েটি ৮,৪৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। শুধু তাই নয়, এর দৈর্ঘ্য হল ১১৮ কিলোমিটার। এর ফলে বেঙ্গালুরু-মহীশূরের মধ্যে ভ্রমণের সময় তিন ঘণ্টা থেকে কমে হবে মাত্র ৭৫ মিনিটে। এর আগে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনের মাথায়। এবং পরে নাম উঠে এসেছে গোরক্ষপুর জংশন এর। খড়গপুরের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০৭২.৫ মিটার। কিন্তু ২০১৩ সালে সাজানোর পর ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে ছাপিয়ে যায়। ফলে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শিরোপা ওঠে গোরক্ষপুরের মুকুটে।
আরও পড়ুনঃ দিনভর দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বইবে ৫০ কিমি বেগে ঝড়, আজকের আবহাওয়া
রিপোর্ট অনুযায়ী, গোরক্ষপুর জংশনের এই প্ল্যাটফর্ম এতটাই দীর্ঘ যে সেখানে অনায়াসে দু’টি ট্রেন দাঁড় করিয়ে রাখা যায়। বস্তুত ২৬ বগির ২টি বড় ট্রেন পর পর দাঁড় করিয়ে রাখা যাবে গোরক্ষপুর জংশন স্টেশনে। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম থাকার পাশাপাশি এটি খুবই ব্যস্ত একটি স্টেশনও। প্রতিদিন প্রায় ১৭০টি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। ফলে এই স্টেশনে বিপুল সংখ্যক যাত্রীরও সমাগম হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |