মাত্র ২৫ টাকায় ঘুরতে পারবেন দেশের কোণায় কোণায়, ভারতীয় রেলের সবচেয়ে সস্তা ট্রেন এটিই

Published on:

Jagriti Yatra

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্রমণ পিপাসুদের জন্য এমন একটি ট্রেন রয়েছে, যা কিনা 25 টাকায় আপনাকে ঘুরিয়ে দেখাবে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং ইতিহাস। তাও আবার 8000 কিলোমিটার। কি অবাক লাগছে শুনতে? আসলে এটাই সত্যি। জানা যাচ্ছে, এই বিশেষ ট্রেনটির নাম জাগৃতি যাত্রা (Jagriti Yatra)। তবে এখানে একটি টুইস্ট রয়েছে। সূত্র বলছে, এই ট্রেনটি বছরে মাত্র একবারই চলে। কিন্তু কারাই বা এই ট্রেনে যাত্রা করতে পারবেন এবং কীভাবে যাত্রা করবেন? সবটা জানানো হলো আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী এই জাগৃতি যাত্রা?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল 2008 সালে। মূল উদ্দেশ্য ছিল – ভারতের পুনর্গঠনে উদ্যোগ নেওয়া। অর্থাৎ, দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে উদ্যোক্তা হয়ে ওঠানোর পথ দেখানো। আর এই যাত্রায় অংশগ্রহণকারীরা 15 দিনের মধ্যে প্রায় 8000 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনে বসেই। তবে হ্যাঁ, সফরের প্রতিটি স্টপেজে যাত্রীরা উদ্যোক্তা, সমাজসেবী এবং বিভিন্ন পদপ্রদর্শকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান।

কোথা থেকে শুরু হয় এই যাত্রা?

সূত্র খতিয়ে জানা গেল, এই যাত্রা শুরু হয় রাজধানী দিল্লি থেকে। এরপর একে একে আহমেদাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, মাদুরাই, উড়িষ্যা এবং অবশেষে আবারও দিল্লিতে ফিরে আসে। আর এই গোটা সফরকালে ট্রেনটি থামে দেশের বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানে। এই ভ্রমণে স্টেশনে হয় ইন্টার‍্যাকটিভ সেশন, ওয়ার্কশপ এবং বিভিন্ন আলোচনা, যার মাধ্যমে যাত্রীরা অংশগ্রহণ করে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

2025 সালে কবে যাত্রা শুরু হবে?

জানা যাচ্ছে, 2025 সালে জাগৃতি যাত্রা শুরু হবে 7 নভেম্বর থেকে এবং শেষ হবে 22 নভেম্বরে। তবে হ্যাঁ, এই ট্রেনের যাত্রী হতে চাইলে এখন থেকেই তোড়জোড় শুরু করতে হবে। কারণ রেজিস্ট্রেশন ইতিমধ্যেই চলছে এবং এখানে টিকিট পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য।

আরও পড়ুনঃ SBI, PNB সহ ৫ ব্যাঙ্ক বাড়াল ATM লেনদেনে চার্জ! দেখুন নয়া রেট

কারা এই যাত্রায় অংশ নিতে পারবে?

বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই যাত্রায় অংশগ্রহণ করতে অবশ্যই যাত্রীকে 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে বা সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দিতে চায়, তারাও যাত্রা করতে পারবে। এমনকি যারা বিভিন্ন পেশাগত ও সামাজিক প্রেক্ষাপটে কাজ করতে চান, তারাও এই শহরে অংশগ্রহণ করতে পারবে। 

তবে সবথেকে চমক দেওয়ার বিষয় হল, এই ট্রেনে যাত্রার জন্য খরচ পড়বে মাত্র 25 টাকা। তবে সুযোগ পেতে গেলে পেরোতে হবে সিলেকশন প্রক্রিয়া। তাই আগেভাগেই রেজিস্ট্রেশন করতে হবে। জানিয়ে রাখি, 15 অক্টোবর পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group